নেহরু-স্মরণে কলকাতায় রাষ্ট্রপতি প্রণব

সদ্যই রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে হাজির করেছিল তারা। বিধানচন্দ্র রায় স্মারক ট্রাস্টের আহ্বানে এ বার বক্তা হয়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে বছরভর নানা অনুষ্ঠানের মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৩:৩৭
Share:

সদ্যই রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডেকে হাজির করেছিল তারা। বিধানচন্দ্র রায় স্মারক ট্রাস্টের আহ্বানে এ বার বক্তা হয়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে বছরভর নানা অনুষ্ঠানের মাধ্যমে। ওই ট্রাস্টের তরফে সোমেন মিত্রেরা আগামী ২৪ অগস্ট কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেখানেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রাষ্ট্রপতির। এখনও পর্যন্ত ঠিকআছে, ২২ থেকে ২৪ অগস্ট তিন দিনের রাজ্য সফরে আসবেন রাষ্ট্রপতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মের ১২৫ বছর উপলক্ষে একটি জওহরলাল স্মরণিকাও প্রকাশ করছেন সোমেনবাবুরা। সেখানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়ে কলম ধরেছেন নানা ব্যক্তিত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement