মনোরোগ চিকিৎসায়

পাঁচ বছরের অনির্বাণ কারও কথা শোনে না। স্কুল থেকে অভিযোগ পেয়ে পেয়ে বাবা-মা ক্নান্ত। মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন প্লে থেরাপির। অল্প কিছু দিনেই ছেলের ব্যবহারে অবাক করার মতো পরিবর্তন এসেছে, বলছেন বাবা-মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৫ ০৩:১৪
Share:

পাঁচ বছরের অনির্বাণ কারও কথা শোনে না। স্কুল থেকে অভিযোগ পেয়ে পেয়ে বাবা-মা ক্নান্ত। মনোরোগ বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন প্লে থেরাপির। অল্প কিছু দিনেই ছেলের ব্যবহারে অবাক করার মতো পরিবর্তন এসেছে, বলছেন বাবা-মা। বছর দশেকের রোশনিকেও প্লে থেরাপি ফিরিয়েছে স্বাভাবিক জীবনে।

Advertisement

শনিবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বারুইপুরে একটি মনোরোগ চিকিৎসাকেন্দ্রের অনুষ্ঠানে উঠে এল এমন একাধিক নজির। বিভিন্ন বয়সে কী ধরনের মানসিক সমস্যা হতে পারে, মোকাবিলার নানা হদিস দেন চিকিৎসকেরা। এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সংগঠনের সভাপতি কমল প্রকাশ জানান, তাঁদের কেন্দ্রে ইনডোর ও আউটডোের নানা বয়সের রোগীর চিকিৎসা, পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement