Unnatural Death

হাসনাবাদের নিখোঁজ যুবকের মৃত্যু এসএসকেএম হাসপাতালে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

নিখোঁজ থাকার পর হাসনাবাদের তরুণের রহস্যমৃত্যু কলকাতার এসএসকেএম হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে হাসপাতাল চত্বরেই বিক্ষোভ রোগীর পরিজনেদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২১:০৪
Share:

—প্রতীকী চিত্র।

হাসনাবাদের নিখোঁজ এক তরুণের মৃত্যু ঘিরে ধুন্ধুমারকাণ্ড এসএসকেএম হাসপাতালে। রবিবার পুলিশ দেহ মর্গে নিয়ে যেতে গেলে বাধা দেয় মৃতের পরিবার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের।

Advertisement

মৃত তরুণের নাম দেব ঘোষ (১৫)। তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার নোয়াপাড়া এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই তরুণ শনিবার প্রতি দিনের মতোই ক্রিকেট প্রশিক্ষণের জন্য টালিগঞ্জে গিয়েছিল। সেখানেই তার মামাবাড়ি। কিন্তু সেখান থেকে বাড়ি ফেরেনি সে। ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন হাসনাবাদ থানায় নিখোঁজ ডায়েরি করে।

স্থানীয় সূত্রের খবর, ওই তরুণের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নিয়ে কেউ বা কারা কিছু খাইয়ে দেয়। অসুস্থ হয়ে পড়ে সে। বাড়ি ফেরার জন্য বাসে উঠলেও অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় মিনাখাঁর মালঞ্চবাজারের কাছে নেমে পড়ে। বাস থেকে নেমেই লুটিয়ে পড়ে সে। স্থানীয় কয়েক জন মিনাখাঁ থানার পুলিশের সহযোগিতায় তাকে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করান। তার পরে বাড়িতে খবর দেওয়া হয়।

Advertisement

শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ওই তরুণকে রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। তরুণের পরিবারের দাবি, পুলিশের অসহযোগিতার কারণেই তার মৃত্যু হয়েছে। পরিবারকে না জানিয়েই দেহ সরানো হচ্ছে এই অভিযোগ তুলে এসএসকেএম চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিজনেরা।

মিনাখাঁ হাসপাতালের যে চিকিৎসক ওই তরুণের চিকিৎসা করেছিলেন, সেই মুজফ্‌ফর আলম বলেন, “আমাদের এখানে যখন ভর্তি করেছিল, তখন রোগীর পেটে যন্ত্রণা হচ্ছিল। আমরা জরুরি বিভাগে রেখে তার চিকিৎসা করি। তার পর পরিবারের সঙ্গে কথা বলে ওই তরুণকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, কী ভাবে ওই তরুণের মৃত্যু হল, তা ময়নাতদন্তের পরেই বোঝা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement