জল যেন না-জমে, সতর্ক পূর্ত দফতর

নবান্ন সূত্রের খবর, খোলা নর্দমা ঢাকতে হবে। নর্দমায় যাতে কোনও ভাবেই জল জমে না-থাকে, তা দেখতে হবে। পূর্ত দফতরের কোনও ভবনের নির্মাণকাজের সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে আবর্জনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২০
Share:

গরম শুরু হয়ে গিয়েছে। তার পরেই বর্ষার জমা জলে আঁতুড়ঘর বানিয়ে ডেঙ্গি ছড়াতে থাকবে মশার দল। তাই আগে থেকেই পূর্ত দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দফতরের অধীনে জমি, বিভিন্ন ভবন এবং অন্যত্র যাতে জল জমতে না-পারে, তা নিশ্চিত করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছেন পূর্তসচিব অর্ণব রায়।

Advertisement

নবান্ন সূত্রের খবর, খোলা নর্দমা ঢাকতে হবে। নর্দমায় যাতে কোনও ভাবেই জল জমে না-থাকে, তা দেখতে হবে। পূর্ত দফতরের কোনও ভবনের নির্মাণকাজের সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হবে আবর্জনা। মাঝেমধ্যে ব্লিচিং পাউডার ছড়াতে হবে। নিয়মিত পরিষ্কার করতে হবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। পূর্ত ইঞ্জিনিয়ার এবং কর্তাদের নিয়মিত নিজের এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কলকাতা এবং অন্যান্য জেলায় ডেঙ্গির প্রকোপ দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, সরকারি ভবনগুলিতে নর্দমা খোলা, জল

Advertisement

জমে থাকে, ভবনের আশেপাশে আবর্জনা জমে আছে। ওই সব জায়গায় জল জমে এবং সেখানে ডিম পাড়ে মশা। রাজ্যের বিভিন্ন জেলায় বেশির ভাগ সরকারি ভবন রয়েছে পূর্ত দফতরের অধীনেই। নির্মাণ থেকে মেরামতি— সবই হয় পূর্ত ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পরে

তিনি পূর্ত দফতরকে সতর্ক থাকার নির্দেশ দেন। তার পরেই বিজ্ঞপ্তি জারি এবং চিঠি লেখেন পূর্তসচিব। তাঁর চিঠি জেলায় জেলায় পৌঁছনোর পরে তৎপর হয়ে উঠেছেন বিভাগীয় ইঞ্জিনিয়ারেরা। যে-সব এলাকায় জল জমে, মাটি ফেলে সেই জায়গা সমান করা হচ্ছে। ঢেকে দেওয়া হচ্ছে বিভিন্ন নর্দমার মুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন