Mega Coaching Terminal

বড় শহরের ব্যস্ত রুটে ট্রেন বাড়াতে মেগা টার্মিনালের ভাবনা রেলে

অনেক আগে থেকে পরিকল্পনা করেও পুজোর সময়ে নির্দিষ্ট গন্তব্যে সংরক্ষিত আসনের নিশ্চিত টিকিট পেতে নাকাল হন যাত্রীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১০:১০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা-সহ দেশের ২০টি বড় শহরে মেগা কোচিং টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করছে রেল। রেল সূত্রে খবর, সেই তালিকায়কলকাতা ছাড়াও রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, সুরাটের মতো একাধিক শহর।

কী এই মেগা কোচিং টার্মিনাল? উৎসব, বিভিন্ন পার্বণ, শীতে এবং দোলের সময়ে দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে অপেক্ষায় থাকা যাত্রীদের তালিকা দেখে অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু উপযুক্ত টার্মিনালের অভাবে প্রায়ই পর্যাপ্ত সংখ্যায় বিশেষ ট্রেন চালানো সম্ভব হয় না। ওই সব ট্রেন ছাড়তে প্ল্যাটফর্ম ছাড়াও রক্ষণাবেক্ষণের জন্য বড় আকারের টার্মিনাল প্রয়োজন। সেটিই এই মেগা কোচিং টার্মিনাল।

অনেক আগে থেকে পরিকল্পনা করেও পুজোর সময়ে নির্দিষ্ট গন্তব্যে সংরক্ষিত আসনের নিশ্চিত টিকিট পেতে নাকাল হন যাত্রীরা।পুজোয় উত্তরবঙ্গ, দীপাবলি ও ছট পুজোর সময়ে উত্তর ভারতের নানা গন্তব্যে পৌঁছনোর ট্রেনের টিকিট পাওয়া নিয়ে হাহাকার হয়। একই অবস্থা মুম্বই, চেন্নাই এবং হায়দরাবাদগামী ট্রেনের ক্ষেত্রেও। রেল সূত্রের খবর, দেশ জুড়ে রেলপথের দৈর্ঘ্য ৬৮ হাজার কিলোমিটারের বেশি হলেও বাস্তবে অল্প কিছু ব্যস্ত রুটেই সারা বছরের যাত্রী সংখ্যার ৮০ থেকে ৮৫ শতাংশ যাতায়াত করেন। সারা দেশের বেশ কিছু বড় শহরকে কেন্দ্র করে রেল সফরের প্রবণতা মাথায় রেখেই কলকাতা-সহ ২০টি বড় শহরে এই মেগা কোচিং টার্মিনাল তৈরি করার পরিকল্পনা করছে রেল। সম্প্রতি এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে কোন শহরে, কী ভাবে ওই টার্মিনাল তৈরি হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানাননি রেলমন্ত্রী।

কলকাতায় একাধিক টার্মিনালের ট্রেন ধারণ ক্ষমতা রেল বাড়াচ্ছে। দক্ষিণ-পূর্ব রেল শালিমার এবং সাঁতরাগাছি টার্মিনালের পরিকাঠামো উন্নত করছে। প্রায় সম্পৃক্ত হলেও হাওড়া স্টেশনেও ট্রেন ধারণ ক্ষমতা বাড়াতে পরিকাঠামো সম্প্রতি উন্নত করা হয়েছে। ভবিষ্যতে পূর্ব রেল ডানকুনি এবং ব্যান্ডেল স্টেশনে নতুন টার্মিনাল এবং ট্রেন রক্ষণাবেক্ষণের পরিকাঠামো তৈরির কথা ভেবে রেখেছে।

রেলের ওই সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতা থেকে ভবিষ্যতে বহুগন্তব্যে ট্রেনের সংখ্যা বাড়বে। চাহিদা অনুযায়ী যাত্রীরা যাতে সফরেরসুযোগ পান, তার ব্যবস্থা করতে চায় রেল। ফলে রেলের ওই প্রকল্প রূপায়িত হলে কলকাতা থেকে উত্তর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন গন্তব্যে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিটের জন্য যাত্রীদের হাহাকার কমবে বলে জানাচ্ছেন রেলের আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন