রাজীব কুমার।—ফাইল চিত্র।
কলকাতার পরবর্তী নগরপাল হচ্ছেন রাজীব কুমার। কলকাতার বর্তমান নগরপাল সুরজিত্ কর পুরকায়স্থ রাজ্য সিআইডি-র ডিজি-র দায়িত্ব পাচ্ছেন। একই সঙ্গে তিনি ওএসডি হোম-এর দায়িত্বও সামলাবেন। সিআইডি-র এডিজি-র দায়িত্ব নেবেন সোমেন মিত্র।
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এঁরা প্রত্যেকে নিজেদের নতুন দায়িত্ব গ্রহন করবেন। শুক্রবার নবান্ন সূত্রে এমনটাই জানানো হয়েছে।