শ্বশুরবাড়িতে গিয়ে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ শামিম। তার বাড়ি বাইপাস এলাকায়। পেশায় অটোচালক শামিমের শ্বশুরবাড়ি পার্ক স্ট্রিট এলাকার কলিন লেনে। শ্বশুরবাড়িতেই সে তার শ্যালিকাকে ধর্ষণ করেছে বলে রবিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়।