red road

Red Road Accident: রেড রোড দুর্ঘটনার চার্জশিটে ‘বেপরোয়া’ চালকই

রেড রোডের জে কে আইল্যান্ডের কাছে গত মাসে একটি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল মোটরবাইক আরোহী এক পুলিশকর্মীর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ০৭:১৩
Share:

দুর্ঘটনার দিন। ফাইল চিত্র।

রেড রোডের জে কে আইল্যান্ডের কাছে গত মাসে একটি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল মোটরবাইক আরোহী এক পুলিশকর্মীর। বেপরোয়া গতিতে মিনিবাস চালানোর কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল বলে আদালতে জমা দেওয়া চার্জশিটে দাবি করেছে লালবাজার। সোমবার, সেই ঘটনার ৪০ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে ৪৯০ পাতার চার্জশিট জমা দিয়েছেন কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেটাল স্কোয়াডের তদন্তকারীরা। তাতে জেনেশুনে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানো, বেপরোয়া ভাবে গাড়ি চালানো-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত বাসচালকের বিরুদ্ধে।

Advertisement

গত ১ জুলাই ময়দান থানা এলাকার রেড রোডে বেপরোয়া মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। যার জেরে মৃত্যু হয় বাইক-আরোহী পুলিশকর্মী বিবেকানন্দ দেবের। সেই ঘটনার দু’দিন পরে পুলিশ গ্রেফতার করেছিল অভিযুক্ত বাসচালক সৈয়দ ইব্রার হোসেনকে। ধৃতকে এ দিন আদালতে তোলা হলে বিচারক তাঁকে আগামী ১৩ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। ওই দিন সপ্তম মেট্রোপলিটন বিচারক চার্জ গঠনের দিন ধার্য করবেন।

পুলিশ সূত্রের খবর, এ দিন আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় মোট ৪১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। যাঁদের মধ্যে অধিকাংশই সে দিন ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন। চালক জেনেবুঝেই বেপরোয়া গতিতে বাস চালানোয় সেটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, চার্জশিটে সাক্ষীরাও দাবি করেছেন যে, চালককে বার বার বলা সত্ত্বেও বাসের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করেননি।

Advertisement

এ ছাড়া, চার্জশিটের সঙ্গে ফরেন্সিক রিপোর্ট, মিনিবাসটির বায়ো-কেমিক্যাল রিপোর্টও আদালতে জমা দেওয়া হয়েছে। এক তদন্তকারী অফিসার জানান, চালকের শনাক্তকরণ প্রক্রিয়া হয়ে গিয়েছে। ১৬৪ জন প্রত্যক্ষদর্শীর বয়ানও লিপিবদ্ধ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন