Circular Rail

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজোর বিসর্জন, যাত্রাপথ বদল করা হবে কিছু চক্ররেলের

দুর্গাপ্রতিমা নিরঞ্জনের জন্য অক্টোবর মাসের ২৪, ২৫, ২৬ এবং ২৭ তারিখ বিকেল ৪টে থেকে ৫টা বেশ কিছু চক্ররেলের যাত্রাপথ বদল এবং সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৩ ১৭:৪১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং কালীপুজোর বিসর্জন উপলক্ষে দশ দিন এক ঘণ্টার জন্য চক্ররেল পরিষেবা ব্যাহত হবে। দুর্গাপ্রতিমা নিরঞ্জনের জন্য অক্টোবর মাসের ২৪, ২৫, ২৬ এবং ২৭ তারিখ বিকেল ৪টে থেকে ৫টা বেশ কিছু চক্ররেলের যাত্রাপথ বদল এবং সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisement

লক্ষ্মীপ্রতিমা নিরঞ্জনের জন্য অক্টোবর মাসের ২৯ এবং ৩০, কালীপ্রতিমা বিসর্জনের জন্য অক্টোবর মাসের ১৩, ১৪, ১৫ এবং ১৬ তারিখ ওই একই সময়ের জন্য বেশ কিছু চক্ররেলের যাত্রাপথ বদল এবং সংক্ষিপ্ত করা হচ্ছে।

ওই দিনগুলিতে দু’জোড়া চক্ররেল নির্ধারিত গন্তব্যের বদলে কলকাতা স্টেশন পর্যন্ত ছাড়বে। আবার দু’জোড়া চক্ররেল কেবল ওই দিনগুলির জন্যই কলকাতা স্টেশন থেকে ছাড়বে। দু’জোড়া চক্ররেল ছাড়বে শিয়ালদহ (উত্তর) স্টেশন থেকে। এক জোড়া চক্ররেল বালিগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। এক জোড়া চক্ররেলের যাত্রাপথ বদলে সেগুলিকে কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ রুট ধরে নিয়ে যাওয়া হবে।

Advertisement

চক্ররেলের লাইনের একাংশ গঙ্গা তীরবর্তী এলাকা দিয়ে যাওয়ায় নিরাপত্তার কারণেই বিসর্জনের সময় প্রতি বছরই বেশ কিছু সময়ের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন