Road Accident

ইকো পার্কের কাছে পথ দুর্ঘটনায় মৃত ১ পুলিশ কনস্টেবল, আহত আরও ২ জন

রবিবার রাত ১০ টা নাগাদ ইকো পার্ক সার্ভিস রোডে প্রতিদিনের মতো প্যাটরলিং চালানোর সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে ওই দু’জনকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৬
Share:

দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত।

ইকো পার্কের কাছে পথ দুর্ঘটনায় মৃত ১ পুলিশ কনস্টেবল, আহত আরও একজন সিভিক ভলান্টিয়ার। মৃতের নাম জ্যোতিষ দেবনাথ। তিনি ইকো পার্ক থানার পুলিশ কনস্টেবল ছিলেন। গুরুতর আহত হয়েছেন আর এক সিভিক ভলান্টিয়ার ও এক বাইকআরোহী। দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নিরুদ্দেশ ঘাতক গাড়ি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১০ টা নাগাদ ইকো পার্ক সার্ভিস রোডে প্রতিদিনের মতো প্যাটরলিং চালানোর সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে ওই দু’জনকে। কয়েক হাত দূরে ছিটকে পড়েন তাঁরা। তাঁদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। মাথায় চোট পেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্য এক সিভিক ভলান্টিয়ার। উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত দু’টি সাইকেল এবং একটি বাইক। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ।

ঘাতক গাড়িটির সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তারা জানায়, ধাক্কা মেরে গাড়িটি চিনার পার্কের দিকে পালিয়ে গিয়েছে। সামনে দুর্গাপুজো, তার আগে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্বভাবতই কলকাতার রাস্তায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement