Road Accident

নিউ টাউনে ফের পথ দুর্ঘটনায় মৃত বাইকচালক

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাগজোলার খালপাড়ের রাস্তা ধরে নিউ টাউনের ছাপনার দিক থেকে সাপুরজির দিকেযাচ্ছিলেন গিয়াসউদ্দিন। সে সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ওই যুবকের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৫০
Share:

—প্রতীকী চিত্র।

নিউ টাউনে ফের পথ দুর্ঘটনার বলি হলেন এক মোটরবাইক চালক। বুধবার, কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন ছাপনা এলাকায় একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই বাইকচালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নামগিয়াসউদ্দিন মোল্লা (২৬)। ওই যুবক একটি অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার কর্মী ছিলেন। এই নিয়ে চলতি মাসে নিউ টাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫ জনের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বাগজোলার খালপাড়ের রাস্তা ধরে নিউ টাউনের ছাপনার দিক থেকে সাপুরজির দিকেযাচ্ছিলেন গিয়াসউদ্দিন। সে সময়ে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ওই যুবকের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ধাক্কার অভিঘাতে বাইকটি দুমড়েমুচড়ে যায়।গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনায় বাইকচালকের মাথা থেকে হেলমেট ছিটকে যায়। ফলে তাঁর মাথা ও বুকে আঘাত লাগে। খবর পেয়ে টেকনো সিটি থানার পুলিশ দ্রুতওই আহত যুবককে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, মৃত যুবক নিউ টাউনের পার্শ্ববর্তী ভাঙড়ের পোলেরহাট এলাকার বাসিন্দা। তাঁর বাড়িতে স্ত্রী ও এক সন্তান রয়েছে। এই দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া।

উল্লেখ্য, নিউ টাউনে চলতি মাসে পথ দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে।গত ২৫ তারিখ সকালে ইকো পার্কের সামনে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে পথ-বিভাজিকায় ধাক্কা মেরে এক যুবকের মৃত্যু হয়। গত ১৩ জানুয়ারি রাতে নিউ টাউন–যাত্রাগাছি বাগজোলা খালপাড়েররাস্তায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়। তার আগে ৬ জানুয়ারি সন্ধ্যায় পাথরঘাটা–বাদামতলা রোডে ইঞ্জিন ভ্যান উল্টে মৃত্যু হয় তার চালকের। এ ছাড়াও, গত ১৮ জানুয়ারি রাতে বলাকা আবাসনের কাছে একটিগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথ-বিভাজিকায় ধাক্কা মারলে গাড়ির চালক-সহ এক যাত্রী গুরুতর আহত হন। পুলিশের দাবি, পথ দুর্ঘটনা আটকাতে গতি নিয়ন্ত্রণ, নিয়মভঙ্গে নিয়মিত কেস রুজু করা, লাগাতারসচেতনতার প্রচার করা হচ্ছে। কিন্তু তার পরেও একাংশের হুঁশ ফিরছে না। পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। গাড়ি ও বাইকটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন