পাইপ ফেটেই ধস

৪জি কেব্‌ল বসাতে গিয়ে নিকাশির পাইপলাইন ফেটে যাওয়াতেই ধস নামে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে হাইকোর্টের গেটের কাছে। রবিবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) রতন দে এই খবর দিয়ে জানান, সংশ্লিষ্ট সংস্থাকে ওই কেব্‌ল সরিয়ে নিতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:১২
Share:

৪জি কেব্‌ল বসাতে গিয়ে নিকাশির পাইপলাইন ফেটে যাওয়াতেই ধস নামে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে হাইকোর্টের গেটের কাছে। রবিবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (রাস্তা) রতন দে এই খবর দিয়ে জানান, সংশ্লিষ্ট সংস্থাকে ওই কেব্‌ল সরিয়ে নিতে বলা হয়েছে।

Advertisement

শনিবার বিকেলে ওই রাস্তায় হঠাত্ই ধস নামে। তৈরি হয় আট ফুট গভীর এবং চার ফুট দৈর্ঘ্যের গর্ত। রতনবাবু জানান, কেব্‌ল সরিয়ে নতুন পাইপলাইন লাগানোর কাজ রবিবার রাতেই শেষ হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement