পুরকর্মীদের বেতন বিভ্রাট

বিধাননগর ও রাজারহাট-গোপালপুর, দুই পুরসভা নিয়ে হয়েছে বিধাননগর পুরনিগম। এক মাস হল পুরনিগমের কাজও শুরু হয়েছে। কিন্তু কর্মীদের অভিযোগ, এখনও কেউ বেতন পাননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:১৩
Share:

বিধাননগর ও রাজারহাট-গোপালপুর, দুই পুরসভা নিয়ে হয়েছে বিধাননগর পুরনিগম। এক মাস হল পুরনিগমের কাজও শুরু হয়েছে। কিন্তু কর্মীদের অভিযোগ, এখনও কেউ বেতন পাননি। এ কথা জেনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, দ্রুত ব্যবস্থা হবে।

Advertisement

কর্মীদের অভিযোগ, জুন মাসের বেতন মেলেনি। তবে অন্য সরকারি দফতর থেকে ডেপুটেশনে আসা কর্মীরা বেতন পাচ্ছেন। পুরনিগমের প্রশাসক পবন কাডিয়ানের অবশ্য দাবি, বেতন নিয়ে কোনও সমস্যাই হয়নি।

তবে রাজারহাট-গোপালপুর এবং বিধাননগরের আধিকারিকেরা জানান, দু’টি পুরসভারই আর্থিক লেনদেন এ বার থেকে পুরনিগমের নামে হবে। যার জেরেই এই বিপত্তি। তবে বিরোধী দল এবং কর্মীদের পাশাপাশি শাসকদলেরও একাংশের অভিযোগের তির প্রশাসনের দিকেই। এত দিনেও অর্থ প্রদানের অধিকার কেন রাজ্যের অর্থ দফতর থেকে পুরনিগমে গেল না, প্রশ্ন তুলছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement