আন্ডারপাসের জমা জলে আটকে বিকল স্কুলবাস

পাতিপুকুর আন্ডারপাস রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ। তাদের আধিকারিকদের একাংশের বক্তব্য, প্রিয় মিত্র লেনে দু’বছর আগে দক্ষিণ দমদম পুরসভা একটি নিকাশি নালা তৈরি করেছে। ওই নালা দিয়ে এলাকার জল আন্ডারপাসে এসে পড়ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৩:০৯
Share:

দুর্ভোগ: জল ঠেলে এগোচ্ছে একটি স্কুলবাস।

ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতে পাতিপুকুর আন্ডারপাসে জমা জলের তোড়ে এ বার বিকল হয়ে গেল স্কুলবাস। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ নিউ টাউনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের বাস আন্ডারপাসে আটকে যায়। যার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভারী বৃষ্টি হলে পাতিপুকুরের আন্ডারপাস পাতি-পুকুরই!

Advertisement

সম্প্রতি একের পর এক ঘটনার প্রেক্ষিতেই এ কথা বলছেন বাসিন্দারা। কয়েক মাস আগে সন্ধ্যায় ভারী বৃষ্টির পরে পরপর দু’টি যাত্রিবাহী বাস আন্ডারপাসের শ্যামবাজারগামী
লেনে কোমর সমান জল ঠেলতে গিয়ে বিকল হয়ে গিয়েছিল। গত বছরও একটি বাস জলে আটকে পড়ায় পাটাতনের সাহায্যে যাত্রীদের উদ্ধার করেছিল পুলিশ। এ দিন
অবশ্য তার প্রয়োজন হয়নি। তবে আচমকা জলের মধ্যে বাস আটকে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন
স্কুলফেরত ছাত্রদের অভিভাবকেরা। পুলিশ সূত্রের খবর, ২০ মিনিট জলবন্দি থাকার পরে চালকের চেষ্টায় ফের বাস চলতে শুরু করে। তত ক্ষণে অবশ্য যানজটে আটকে মানুষের দুর্ভোগ শুরু হয়েছে।

পাতিপুকুর আন্ডারপাস রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কেএমডিএ। তাদের আধিকারিকদের একাংশের বক্তব্য, প্রিয় মিত্র লেনে দু’বছর আগে দক্ষিণ দমদম পুরসভা একটি নিকাশি নালা তৈরি করেছে। ওই নালা দিয়ে এলাকার জল আন্ডারপাসে এসে পড়ছে। তাঁদের প্রশ্ন, ‘‘২০১০ সালে শুধুমাত্র আন্ডারপাসের জমা জল সরানোর কথা ভেবে দু’টি
পাম্প এবং একটি পিট তৈরি করা হয়েছিল। সেই পাম্প এ দিনও নিয়মমাফিক চলেছে। কিন্তু আন্ডারপাস তো নর্দমা নয়। সেখানে এলাকার জল কেন এসে পড়বে?’’

Advertisement

এ দিনের বৃষ্টিতে ভিআইপি রোডের কলকাতাগামী সার্ভিস রোড এবং শ্রীভূমির কাছে সার্ভিস রোডে জল জমায় দুর্ভোগের শিকার হন পথচারীরা। জল জমে লেক টাউনের এ এবং বি ব্লকের একাধিক জায়গাতেও।

ভিআইপি রোডের জলমগ্ন পরিস্থিতি নিয়ে পূর্ত দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, কেষ্টপুর খালে সৌন্দর্যায়নের পরে সেখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে কিছু সমস্যা রয়েছে। স্থানীয় বিধায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু বলেন, ‘‘পাতিপুকুর আন্ডারপাসের সমস্যার সমাধানে দ্রুত কেএমডিএ-র সঙ্গে বৈঠক করব। ভিআইপি রোডে সাবওয়ের জন্য সমস্যা হয়েছে। লেক টাউনে স্টর্ম ওয়াটার ড্রেনেজ প্রকল্পের কাজ চলছে। এত বড় বড় কাজ হলে একটু দুর্ভোগ তো হবেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement