হাওড়া ব্রিজের উপরে স্কুটারে আগুন

শনিবার দুপুর ২টো নাগাদ হাওড়া ব্রিজের উপরে আগুন লেগে যায় এই স্কুটারটিতে। এর জেের সাময়িক যানজট হয়। গণেশ জায়সবাল নামে এক ব্যক্তি এই স্কুটারে চেপে হাওড়া থেকে কলকাতা যাচ্ছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৬ ০৬:৩৩
Share:

ছবিটি তুলেছেন দীপঙ্কর মজুমদার।

শনিবার দুপুর ২টো নাগাদ হাওড়া ব্রিজের উপরে আগুন লেগে যায় এই স্কুটারটিতে। এর জেের সাময়িক যানজট হয়। গণেশ জায়সবাল নামে এক ব্যক্তি এই স্কুটারে চেপে হাওড়া থেকে কলকাতা যাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, হাওড়া ব্রিজের তিন নম্বর লেনে স্কুটারের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে। মুহূর্তে আগুন লেগে যায় স্কুটারটিতে। কর্তব্যরত পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নেভাতে সাহায্য করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। স্কুটারটি সম্পূর্ণ পুড়ে গেলেও গণেশবাবু সুস্থ আছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement