পদত্যাগ বাংলার প্রধানের

ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এর আগে পদত্যাগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা এবং বাণিজ্য বিভাগের সচিব মৌ দাশগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০২:২৫
Share:

ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এর আগে পদত্যাগ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলা এবং বাণিজ্য বিভাগের সচিব মৌ দাশগুপ্ত। একই পথে এ বার হাঁটলেন বাংলার বিভাগীয় প্রধান সনৎ নস্কর। সনৎবাবু বুধবার বলেন, ‘‘যে পরিস্থিতি হয়েছে তাতে কাজ করা অসম্ভব। বিভাগে টাকা তোলা চলছে, এই অপবাদ আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়।’’ শেষ পর্যন্ত বিষয়টিতে হস্তক্ষেপ করতে হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। মন্ত্রী বলেন, ‘‘আমি দু’জনকেই অনুরোধ করছি পদত্যাগপত্র তুলে নিতে। কর্তৃপক্ষের থেকে বিষয়টি নিয়ে রিপোর্ট চাইব। দলের কেউ যুক্ত থাকলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে’’

Advertisement

সম্প্রতি বাংলা বিভাগে রবীন্দ্রজয়ন্তী পালন নিয়ে টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্ব ফের সামনে এসেছে। মঙ্গলবার বাংলা বিভাগের ছাত্র-শিক্ষক কমিটির বৈঠকে সেই দ্বন্দ্ব চরমে ওঠে। ছাত্র সংসদের তরফে পাঠানো ছ’জনের নাম মানতে রাজি হয়নি ক্ষমতাসীন গোষ্ঠীর বিরোধী কাইয়ুম গোষ্ঠী। বিবাদ মেটাতে ডাকা হয় মৌ দাশগুপ্তকে। অভিযোগ, বিরোধীদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি পদত্যাগ করেন।

মৌদেবী জানান, পদত্যাগের বিষয়ে আজ, বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন উপাচার্য। অন্য দিকে সনৎবাবুর পদত্যাগের বিষয়ে উপাচার্য বলেন, ‘‘উনি বিভাগের সবাইকে নিয়ে চলেন। আমি ওঁকে পদত্যাগ করতে বারণ করেছি।’’ যদিও সূত্রের খবর, সনৎবাবু পদত্যাগপত্র প্রত্যাহার করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement