মোটরসাইকেলে গাড়ির ধাক্কা। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিউটাউনে ইকো পার্কের কাছে পথ দুর্ঘটনায় জখম অন্তত সাত জন। শনিবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে ইকো পার্কের চার নম্বর গেটের কাছে। দ্রুত গতিতে আসা একটি গাড়ি ধাক্কা মারে একটি মোটরসাইকেলে। তার পরে বেশ কয়েক জন পথচারীকেও ধাক্কা মারে। শেষে একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় আহত সাত জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গাড়িটি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্ক্ষা মোড়ের দিকে যাচ্ছিল। বেশ দ্রুতগতিতেই গাড়িটি চলছিল। সেই সময়েই ইকো পার্কের চার নম্বর গেটের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। ডিভাইডারে ধাক্কা মেরে অপর প্রান্তের ছোট লেনে ঢুকে যায় গাড়িটি। সেখানেই এক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারে। তার পরে বাসের জন্য অপেক্ষায় থাকা এক মহিলা-সহ ছ’জনকে ধাক্কা মারে গাড়িটি। তার পরে ফের ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়।
দুর্ঘটনায় ওই গাড়ির চালকও জখম হয়েছেন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিধাননগর পুলিশ সূত্রে খবর, দ্রুতগতির কারণে দুর্ঘটনা, না কি গাড়িটির ‘ব্রেক ফেল’ করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িতে যান্ত্রিক কোনও সমস্যা ছিল, না কি চালকের গাফিলতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে, তা-ও তদন্তের আওতায় রাখা হচ্ছে।