Kolkata News

ওর কাজটা আর শেষ হল না

জানি না, কী ভাবে আবার ‘সা রে গা মা পা’-র শ্যুটিং ফ্লোরে ঢুকব! কালিকাপ্রসাদ আর নেই...এই খবরটা কেন পেলাম? কেন? শেষ দু’বছর ধরে অনেকটা সময় ওর সঙ্গে কাটিয়েছি।

Advertisement

শান্তনু মৈত্র

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৫:৪৫
Share:

জানি না, কী ভাবে আবার ‘সা রে গা মা পা’-র শ্যুটিং ফ্লোরে ঢুকব! কালিকাপ্রসাদ আর নেই...এই খবরটা কেন পেলাম? কেন? শেষ দু’বছর ধরে অনেকটা সময় ওর সঙ্গে কাটিয়েছি। ও রকম একটা বন্ধু মানুষ, মাটির মানুষ ছিল কালিকাপ্রসাদ। এই রিয়্যালিটি শোয়ের জন্য ওকে অনেক কাছ থেকে দেখেছি। দেখেছি ওর নানা ভাবনা, কাজের ধরন। ওর কাজ দেখে আমার খুব ইচ্ছে ছিল, পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশে ওর কাজ ছড়িয়ে দিতে হবে। ইচ্ছে ছিল গোটা ভারতে ওকে পরিচয় করিয়ে দেব। কালিকাপ্রসাদকে দিয়ে মুম্বইয়েও অনুষ্ঠান করিয়েছি। আমরা একসঙ্গে একটা কাজ শুরু করেছিলাম, হিন্দিতে। আমার মিউজিক, ওর কম্পোজিশন। সে কাজ আর হল না।

Advertisement

আরও পড়ুন, এই খবর শুনব বলেই কি বেঁচে আছি?

ও খুব সাহসী ছিল। খুব স্ট্রেট। সোজাসাপ্টা কথা বলত। ভাবখানা, টাকাপয়সা, ইএমআই, এ সব নিয়ে কিছু ভাবি না, কাজটা সৎ ভাবে করতে চাই।

Advertisement

সেই কাজটা ও আর শেষ করে যেতে পারল না।

আরও পড়ুন, আমার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement