Crime

মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ তরুণীকে, কলকাতায় গ্রেফতার উঠতি গায়ক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে হাওড়ার বাসিন্দা এক তরুণী ওই গায়কের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ২১:২৪
Share:

অভিযুক্ত গায়ক।

মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে কলকাতায় গ্রেফতার হলেন উঠতি গায়ক। অভিযুক্ত গায়ক আঞ্চলিক এবং জাতীয় স্তরের বেশ কিছু রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছিলেন বলে খবর। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন ওই গায়ক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসে হাওড়ার বাসিন্দা এক তরুণী ওই গায়কের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, নিজের ফ্ল্যাটে তাঁকে ডেকে নিয়ে গিয়ে নরম পানীয়ের সঙ্গে তাঁকে মাদক খাইয়ে গায়ক। তার পর নেশাচ্ছন্ন অবস্থায় ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে দিনের পর দিন ওই গায়ক তাঁকে ব্ল্যাকমেল করেন বলেও অভিযোগ তোলেন ওই তরুণী। তাঁর অভিযোগ পেয়ে গায়কের বিরুদ্ধে ধর্ষণ, শ্লীলতাহানি এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতেই রবিবার রাতে আদ্যাপীঠের বাড়ি থেকে ওই গায়ককে গ্রেফতার করে পুলিশ। সোমবার সকালে শিয়ালদহ আদালতে তোলা হয় তাঁকে। সেখানে ১ জুন পর্যন্ত তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

Advertisement

আরও পড়ুন: ৫ মন্ত্রী পেতে পারে নজরকাড়া বাংলা, কিন্তু আলোচনায় অন্তত ১১ নাম​

আরও পড়ুন: আরও এক দফা পে কমিশনের মেয়াদ বাড়াল রাজ্য সরকার, তীব্র ক্ষোভ কর্মী মহলে​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement