ভুয়ো নথি দিয়ে ঋণ, ধৃত ৬

জাল নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে গৃহঋণ নেওয়ার অভিযোগে গ্রেফতার হল একটি চক্রের ছ’জন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, ধৃতেরা প্রথমে ৪৪ লক্ষ টাকা ঋণ নেওয়ার আবেদন জানায়। ব্যাঙ্ক তা মঞ্জুরও করে। পরে তারা একই জাল নথি দেখিয়ে এক কোটি টাকা ঋণের জন্য আবেদন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:০১
Share:

জাল নথি দেখিয়ে ব্যাঙ্ক থেকে গৃহঋণ নেওয়ার অভিযোগে গ্রেফতার হল একটি চক্রের ছ’জন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের অভিযোগ, ধৃতেরা প্রথমে ৪৪ লক্ষ টাকা ঋণ নেওয়ার আবেদন জানায়। ব্যাঙ্ক তা মঞ্জুরও করে। পরে তারা একই জাল নথি দেখিয়ে এক কোটি টাকা ঋণের জন্য আবেদন করে।

Advertisement

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে আরও নকল নথি উদ্ধারের চেষ্টা চলছে। খোঁজ চলছে অন্য অভিযুক্তদেরও। পুলিশ জানায়, ধৃতেরা টালিগঞ্জ, হাওড়া, বরাহনগর, যাদবপুর, হরিদেবপুর এবং সোনারপুরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোনারপুরের বাসিন্দা অমিতাভ চক্রবর্তী নামে এক ধৃত এই চক্রের মূল পাণ্ডা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement