বিমানবন্দরে সোনার ব্যাগ ফেলে পালাল পাচারকারী

বেগতিক দেখে সোনা ফেলে পালিয়ে গেল পাচারকারী। তবে, এ বার আর সোনার বার নয়, একেবারে গয়না। প্লাস্টিকে মোড়া সেই গয়না একটি কাপড়ের ব্যাগে রাখা। ব্যাগটি পড়ে ছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর এলাকায় এক্স-রে মেশিনের সামনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ২১:৫০
Share:

বেগতিক দেখে সোনা ফেলে পালিয়ে গেল পাচারকারী। তবে, এ বার আর সোনার বার নয়, একেবারে গয়না। প্লাস্টিকে মোড়া সেই গয়না একটি কাপড়ের ব্যাগে রাখা। ব্যাগটি পড়ে ছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর এলাকায় এক্স-রে মেশিনের সামনে। শুক্রবার সকালে তখন ব্যাঙ্কক থেকে স্পাইসজেটের বিমান নেমেছে। যাত্রীরা মালপত্র নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছিলেন শুল্ক দফতর দিয়ে। যেহেতু ব্যাঙ্কক উড়ান, তাই একটু বেশিই সতর্ক ছিলেন শুল্ক অফিসারেরা। মাধে মধ্যেই এক একজন যাত্রীকে বলা হচ্ছিল মালপত্র এক্স-রে করানোর জন্য। শুল্ক অফিসারদের সন্দেহ, পাচারকারীকে যেই বলা হয়েছিল তাঁর মালপত্র এক্স-রে করতে তিনি বেগতিক দেখে সোনার গয়না ভরা ব্যাগটি সন্তর্পণে এক্স-রে মেশিনের কাছে নামিয়ে রেখে বাকি মাল এক্স-রে করে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে সেই পরিত্যক্ত ব্যাগটি দেখতে পান এক শুল্ক অফিসার। দেখা যায় তার ভিতরে সযত্নে প্লাস্টিকে মোড়া রয়েছে ৪০টি সোনার চেন এবং ৫টি সোনার আংটি। সব মিলিয়ে ১ কিলোগ্রাম ৬৫০ গ্রাম ওই সোনার বাজারদর প্রায় ৪২ লক্ষ টাকা বলে জানিয়েছে শুল্ক দফতর। জানা গিয়েছে, ওই এলাকায় ক্যামেরাও বসানো রয়েছে। ঠিক কোন যাত্রী সেই ব্যাগ ফেলে গিয়েছিলেন তাই খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন