ছিনতাই, প্রশ্নে কেষ্টপুরের নিরাপত্তা

সাতসকালে ফের এক মহিলার হার ছিনতাই হল কেষ্টপুরে। গত শুক্রবার ভিআইপি রোডে এক দল দুষ্কৃতীর হাতে অপদস্থ হন এক মহিলা সাংবাদিক। বৃহস্পতিবার তার মাত্র পাঁচশো মিটারের মধ্যেই প্রফুল্লকাননে ছিনতাইকারীদের খপ্পরে পড়লেন অঞ্জনা গোয়েল নামে এক গৃহবধূ। ঘটনায় ফের আইন-শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্নের মুখে বিধাননগর কমিশনারেট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪৮
Share:

সাতসকালে ফের এক মহিলার হার ছিনতাই হল কেষ্টপুরে। গত শুক্রবার ভিআইপি রোডে এক দল দুষ্কৃতীর হাতে অপদস্থ হন এক মহিলা সাংবাদিক। বৃহস্পতিবার তার মাত্র পাঁচশো মিটারের মধ্যেই প্রফুল্লকাননে ছিনতাইকারীদের খপ্পরে পড়লেন অঞ্জনা গোয়েল নামে এক গৃহবধূ। ঘটনায় ফের আইন-শৃঙ্খলা রক্ষা নিয়ে প্রশ্নের মুখে বিধাননগর কমিশনারেট।

Advertisement

পুলিশ জানায়, স্বামী দীনেশ গোয়েলের সঙ্গে রিকশায় ফিরছিলেন অঞ্জনাদেবী। বাড়ির কাছেই দীনেশবাবু নেমে যান। অঞ্জনাদেবী জানান, রিকশা থেকে নেমে আবাসনে যাওয়ার পথে দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে তাঁর হার ছিনতাই করে। বাধা দিলে দুষ্কৃতীরা তাঁর শাড়ি ছিঁড়ে হার নিয়ে পালায়।

উল্লেখ্য, ভিআইপি রোডে বিভিন্ন পানশালাকে ঘিরে কেষ্টপুর, বাগুইআটি, তেঘরিয়ার মতো জায়গায় দুষ্কৃতীদের উপদ্রবের অভিযোগ দীর্ঘ দিনের।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোডে পুলিশের গাড়ি টহল দেয়। কিন্তু আবাসিক এলাকায় পুলিশের গাড়ি চোখেই পড়ে না। তবে গোয়েন্দাপ্রধান কঙ্করপ্রসাদ বারুইয়ের দাবি, পুলিশের গাড়ি সব জায়গাতেই টহল দেয়। এ দিনের ঘটনায় কঙ্করবাবু বলেন, ‘‘তদন্ত হচ্ছে। গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা ওই মহিলার সঙ্গে কথা বলেছেন।’’

পুলিশ সূত্রে খবর, কমিশনারেট হলেও বাগুইআটি, বিমানবন্দর বা নিউ টাউনের মতো থানায় পরিকাঠামোর তুলনায় অন্তর্গত এলাকা বহু ক্ষেত্রেই বড়। কমিশনারেটের তরফে স্বরাষ্ট্র দফতরের কাছে ওই থানাগুলি ভেঙে থানার সংখ্যা বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement