ব্যাঙ্কের ভেতর থেকেই গ্রাহকের টাকা ছিনতাই

সকাল তখন প্রায় ১০টা। সবে ব্যাঙ্ক খুলেছে। টাকা জমা করতে ব্যাঙ্কে এসেছিলেন ফৈয়াজ খান নামে এক ব্যক্তি। জমা করার স্লিপ লেখার সময় টেবিলের উপরেই নামিয়ে রেখেছিলেন টাকার বান্ডিল। সেই সুযোগেই ওই টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। মঙ্গলবার সকালের এই ঘটনায় পার্কস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফৈয়াজ। অভিযোগে তিনি জানিয়েছেন, ওই দিন ব্যাঙ্ক থেকে তাঁর ১১ হাজার টাকা খোয়া গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ১৩:৩৪
Share:

সকাল তখন প্রায় ১০টা। সবে ব্যাঙ্ক খুলেছে। টাকা জমা করতে ব্যাঙ্কে এসেছিলেন ফৈয়াজ খান নামে এক ব্যক্তি। জমা করার স্লিপ লেখার সময় টেবিলের উপরেই নামিয়ে রেখেছিলেন টাকার বান্ডিল। সেই সুযোগেই ওই টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় এক ব্যক্তি। মঙ্গলবার সকালের এই ঘটনায় পার্কস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ফৈয়াজ। অভিযোগে তিনি জানিয়েছেন, ওই দিন ব্যাঙ্ক থেকে তাঁর ১১ হাজার টাকা খোয়া গিয়েছে।

Advertisement

ব্যাঙ্কে নিরাপত্তা ব্যাবস্থার গাফিলতির অভিযোগ তুলে বুধবার তালতলার হাজি মহম্মদ পার্কে ব্যাঙ্কের ওই শাখার সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ছিনতাইয়ের পর ব্যাঙ্ক ম্যানেজারের কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চান অভিযোগকারী। কিন্তু তাঁকে জানানো হয়, সিসিটিভি-র ফুটেজের কোনও হার্ডডিস্ক তাঁদের কাছে নেই। বাসিন্দারা আরও জানান, বেশ কিছু মাস ধরে কোনও নিরাপত্তারক্ষীও নেই ওই শাখায়। বাসিন্দাদের দাবি, ‘‘ব্যাঙ্কের ভিতর থেকে টাকা চুরি গিয়েছে। টাকা ফেরত্ দেওয়ার দায়িত্ব ব্যাঙ্কেরই।’’

এ দিন ব্যাঙ্ক ম্যানেজারকে পার্কস্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়। শাখার ম্যানেজার বলেন, ‘‘রিজিওনাল ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি কিছু দিনের মধ্যেই সারানো হবে।’’ পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। এ দিন দুপুর নাগাদ ব্যাঙ্কের শাখায় ফের শুরু হয় স্বাভাবিক কাজকর্ম।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন