Sodepur Bridge

সংস্কারের জন্য সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে সোদপুর সেতু

আগামী তিন মাসের প্রত্যেক সপ্তাহে তিন দিন করে বন্ধ থাকবে ওই সেতু। আগামী ১৯ তারিখ কাজ শুরু হবে। প্রতি সপ্তাহে শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সেতু বন্ধ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৯:২৯
Share:

সেতুর অবস্থা খারাপ বলে সেটির উপর দিয়ে ১০ টনের বেশি ভারী যানবাহনের চলাচল আগে থেকেই বন্ধ। —প্রতীকী চিত্র।

স্বাস্থ্য পরীক্ষায় সমস্যা ধরা পড়েছে ৩৩ বছরেরও বেশি পুরনো সোদপুর সেতুতে। তাই সংস্কারের জন্য আগামী তিন মাসের প্রত্যেক সপ্তাহে তিন দিন করে বন্ধ থাকবে ওই সেতু। আগামী ১৯ তারিখ কাজ শুরু হবে। প্রতি সপ্তাহে শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সেতু বন্ধ থাকবে।

সেতুর অবস্থা খারাপ বলে সেটির উপর দিয়ে ১০ টনের বেশি ভারী যানবাহনের চলাচল আগে থেকেই বন্ধ। পূর্ত দফতর সূত্রের খবর, ফের পরীক্ষা করে দেখা গিয়েছে, শিয়ালদহ শাখার মেন লাইনের উপরে ওই সেতুর ২৮টি গার্ডারের মোট ৫৬টি বিয়ারিংয়ের অবস্থা খারাপ। সেগুলি পাল্টানো হবে। পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে বলেন, ‘‘১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার সিদ্ধান্ত হয়েছে। সেতু বন্ধ থাকায় বিকল্প রাস্তাও আলোচনা করে ঠিক করা হয়েছে।’’

বি টি রোডের সোদপুর গির্জা মোড় থেকে একফোর্ড রোড ধরে আট নম্বর রেল গেট, রাসমণি মোড়, কেয়া মোড়, কাচকল মোড় হয়ে মধ্যমগ্রাম-সোদপুর রোডে উঠবে বড় গাড়ি। আবার রামচন্দ্রপুর মোড় দিয়ে ছোট গাড়ি বি টি রোডে পাঠানো হবে। সেতুর নীচের দোকানগুলিও কাজের সময়ে বন্ধ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন