সৌরভ-হত্যা

বারো দোষীর সাজা ঘোষণা হবে মঙ্গলবার

বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীকে খুনের মামলায় শুক্রবারই ১২ জন দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের কার কী শাস্তি হবে, তা জানা যাবে পরশু, মঙ্গলবার। শাস্তি ঘোষণার কথা ছিল শনিবারেই। কিন্তু সেটা হল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৬ ০১:২৯
Share:

শ্যামল কর্মকার।

বামনগাছির প্রতিবাদী যুবক সৌরভ চৌধুরীকে খুনের মামলায় শুক্রবারই ১২ জন দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের কার কী শাস্তি হবে, তা জানা যাবে পরশু, মঙ্গলবার। শাস্তি ঘোষণার কথা ছিল শনিবারেই। কিন্তু সেটা হল না। এ দিন শাস্তি ঘোষণার নতুন দিন ঘোষণা করেন বারাসত আদালতের সপ্তম জেলা ও দায়রা বিচারক দামনপ্রসাদ বিশ্বাস। ওই হত্যাকাণ্ড বিরলের মধ্যে বিরলতম কি না, সেটা বিবেচনার জন্যই আরও সময় নিলেন বিচারক।

Advertisement

এ দিন বিচারপর্ব শুরুর পর আসামিপক্ষের আইনজীবীদের কথা শোনেন বিচারক। তার পরেই তিনি জানিয়ে দেন, আগামী মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করা হবে। পরে, সরকারি কৌঁসুলি বিপ্লব রায় বলেন, ‘‘এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা কি না,
সেটা যাচাই করার জন্যই সময় নিয়েছেন বিচারক।’’

এলাকায় চোলাই মদ ও সাট্টার ঠেকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মহিলাদের উদ্দেশে কটূক্তির প্রতিবাদ করার ‘অপরাধে’ বিরাটি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভকে খুন করে দুষ্কৃতীরা। ২০১৪-র ৫ জুলাই সকালে রেললাইনে তাঁর দেহ টুকরো টুকরো অবস্থায় মেলে।

Advertisement

৪২ জনের সাক্ষ্য গ্রহণের পরে শুক্রবার ১২ জনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এর মধ্যে ন’জনকে অপহরণ, খুন ও সাক্ষ্যপ্রমাণ লোপাট এবং বাকি তিন জনকে তথ্যপ্রমাণ লোপাটের জন্য দোষী সাব্যস্ত করেন বিচারক।

শুক্রবারের মতো এ দিনও ভাবলেশহীন ছিলেন খুনের মূল অভিযুক্ত শ্যামল কর্মকার। এ দিন এজলাস থেকে বেরোনোর সময়ে সাংবাদিক ও আলোকচিত্রীদের সে বলে, ‘‘ছবি তোলার জন্য এত তাড়াহুড়োর কী আছে?’’ তার
পরে হাত দিয়ে চুল ঠিক করে শ্যামল। তার পর বলে, ‘‘নাও এ বার ছবি তোলো!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন