পানীয় জলের সংক্রমণ রুখতে বিশেষ পুর দল

গত মে মাসের শেষে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ০১:০৭
Share:

প্রতীকী ছবি।

বর্ষা এখনও তেমন ভাবে শুরু হয়নি কলকাতায়। এখনও পর্যন্ত যতটা বৃষ্টি হয়েছে, তা তেমন উল্লেখযোগ্য নয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে পানীয় জলে সংক্রমণ কী ভাবে আটকানো যাবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।

Advertisement

গত মে মাসের শেষে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে জন্ডিসের প্রকোপ দেখা দিয়েছিল। পুরসভার সরবরাহ করা পানীয় জল, না কি বোতলবন্দি জল খেয়ে জন্ডিস ছড়িয়েছে, তা নিয়ে সে সময়ে বিতর্কও হয়েছিল। তাই বর্ষার সময়ে আর কোনও ‘ঝুঁকি’ নিতে চাইছেন না কলকাতা পুর কর্তৃপক্ষ। তাই এ বার অধিক বৃষ্টিতে শহর

জলমগ্ন হয়ে গেলে রাস্তার পাশের স্ট্যান্ডপোস্ট ও টিউবওয়েলের জল যাতে দূষিত না হয়ে যায়, সেই বিষয়টি দেখভালের জন্য বিশেষ দল নিয়োগ করতে চলেছে পুর প্রশাসন। বর্ষার দিনগুলিতে জল সংক্রমণের মোকাবিলায় শহরের ‘ওয়াটার লগিং পকেট্‌স’ বা জলমগ্নপ্রবণ এলাকাগুলিতে ওই দল ঘড়ি ধরে কাজ করবে। ইতিমধ্যেই সে সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। পুরসভার এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘স্ট্যান্ডপোস্ট ও টিউবওয়েলের জলে সংক্রমণ এড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টা পানীয় জলের ট্যাঙ্কারও মজুত রাখা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট জলমগ্ন এলাকায় ট্যাঙ্কার থেকে জল সরবরাহ করা হবে।’’

Advertisement

যদিও পুর প্রশাসনের একাংশের বক্তব্য, এ বারই প্রথম নয়। বৃষ্টির সময়ে জলে সংক্রমণ যাতে না হয়, সে দিকে বরাবরই নজর দেওয়া হয়ে থাকে। তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনার জেরে এ বছর বিষয়টিতে ‘বাড়তি গুরুত্ব’ দেওয়া হচ্ছে। এক পুরকর্তার কথায়, ‘‘শুধু তো গত মে মাসেই নয়, গত বছরেও দক্ষিণ কলকাতার একাংশে আন্ত্রিক ছড়িয়েছিল। বারবার এই রকম ঘটনার পরে স্বাভাবিক ভাবেই জলের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ পুরসভা সূত্রের খবর, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত, অর্থাৎ বর্ষার পুরো মরসুম জুড়েই রাস্তার পাশের স্ট্যান্ডপোস্ট ও টিউবওয়েলের জলে সংক্রমণ ঠেকাতে কাজ করবে ওই বিশেষ দল।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন