রোগী মৃত্যু, বিক্ষোভ

এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল এসএসকেএম হাসপাতাল চত্বর। অভিযোগ, অন্ত্রের সমস্যা নিয়ে আসা ওই যুবককে দু’বার ভর্তি না করে ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। সোমবার সন্ধ্যায় তাঁকে নিয়ে ফের এসেছিলেন বাড়ির লোকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩১
Share:

এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল এসএসকেএম হাসপাতাল চত্বর। অভিযোগ, অন্ত্রের সমস্যা নিয়ে আসা ওই যুবককে দু’বার ভর্তি না করে ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল। সোমবার সন্ধ্যায় তাঁকে নিয়ে ফের এসেছিলেন বাড়ির লোকেরা। কিন্তু কয়েকটি পরীক্ষানিরীক্ষার পরে ভর্তির প্রয়োজন নেই জানিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এর পরেই ওই যুবকের অবস্থার আরও অবনতি ঘটে। ফের হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয় তাঁর। এর পরেই ওই যুবকের পরিজনেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা আকাশ নায়ার (১৮) নামে ওই যুবক হাসপাতালেরই এক চতুর্থ শ্রেণির কর্মীর ছেলে। হাসপাতালের অধিকর্তা মঞ্জু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন ভর্তি নেওয়া নিয়ে এমন টালবাহানা চলল, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement