Anubrata Mandal

Anubrata Mandol: কেন হাসপাতালে ভর্তি, কী কী সমস্যা রয়েছে অনুব্রতের, সিবিআইকে তথ্য দিল এসএসকেএম

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২২ ১৬:১৫
Share:

অনুব্রতের শারীরিক পরিস্থিতি কেমন জানাল এসএসকেএম। ফাইল ছবি।

ঠিক কোন কোন শারীরিক সমস্যায় ভুগছেন অনুব্রত মণ্ডল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে চিঠি দিয়ে তা জানালেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, সিবিআইকে জানানো হয়েছে তাঁর বুকে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। তা ছাড়া, হৃদযন্ত্রজনিত বেশ কিছু সমস্যা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। তাঁর রক্তচাপও বেশি রয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

গরুপাচার-কাণ্ডে সিবিআইয়ের তরফে পঞ্চম বারের জন্য গত বুধবার অনুব্রতকে ডেকে পাঠানো হয়েছিল। তার আগের দিন রাতে কলকাতায় চলে এসেছিলেন তিনি। কিন্তু বুধবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে না গিয়ে তিনি সোজা যান এসএসকেএম হাসপাতালে। পরে আইনজীবী মারফত অনুব্রত সিবিআইকে জানান, সদিচ্ছা থাকা সত্ত্বেও শারীরিক কারণে তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতরে যেতে পারেননি। তবে তদন্তকারীরা চাইলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। বৃহস্পতিবার এসএসকেমে গিয়ে মেডিক্যাল বোর্ড সংক্রান্ত খবরাখবর নেন গোয়েন্দারা। তবে অনুব্রতের সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি।

আরও পড়ুন:
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন