এখনও নিখোঁজ হোটেল-কর্তা

তাঁর সহকর্মীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিচারপতিরা জানিয়েছেন, সহকর্মীদেরও পুলিশকে তদন্তে সাহায্য করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৫
Share:

অরিন্দম বসু

ঘটনার পরে বারো দিন কেটে গেলেও খোঁজ মেলেনি গঙ্গায় তলিয়ে যাওয়া হোটেল-কর্তা অরিন্দম বসুর। পুলিশ সূত্রের খবর, প্রথম দিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গায় তল্লাশি চালালেও বর্তমানে খোঁজ বন্ধ রয়েছে। তবে পুলিশ জানিয়েছে, দেহ না মিললেও তদন্ত চলছে।

Advertisement

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অরিন্দমবাবুর ২৯ জন সহকর্মীকে ডেকে পাঠানোয় মঙ্গলবার তাঁরা কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। ওই বেঞ্চ পুলিশকে নির্দেশ দিয়েছে, অরিন্দমবাবুর খোঁজে তল্লাশি জোরদার করতে। তাঁর সহকর্মীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিচারপতিরা জানিয়েছেন, সহকর্মীদেরও পুলিশকে তদন্তে সাহায্য করতে হবে।

গত ২০ জানুয়ারি সহকর্মীদের সঙ্গে পিকনিক করতে একটি ভাড়া করা লঞ্চে উঠেছিলেন শহরের একটি ভাসমান হোটেলের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর অরিন্দমবাবু। নাজিরগঞ্জের কাছে সারেংয়ের কেবিনের দিকে যাওয়ার পথে গঙ্গায় পড়ে তলিয়ে যান তিনি। পরে অরিন্দমবাবুর স্ত্রী অদিতি বসু পশ্চিম বন্দর থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই লঞ্চের সারেং-সহ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক তদন্তে খুনের প্রমাণ মেলেনি বলেই পুলিশ সূত্রের খবর। তবে কিছু ক্ষেত্রে গাফিলতির বিভিন্ন তথ্য তদন্তে উঠে এসেছে। নিয়ম মাফিক, প্রতিটি লঞ্চে এক জন করে ডুবুরি থাকার কথা। সেই সঙ্গে লঞ্চে লাইফ জ্যাকেট পরে থাকাও বাধ্যতামূলক। কিন্তু সে দিন কেউই তা ব্যবহার করেননি। পরে ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ওই লঞ্চ পরিদর্শন করে।

Advertisement

তদন্তকারীরা জানান, ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, লঞ্চের নকশা বদল করা হয়েছিল। রেলিং থেকে শুরু করে সিঁড়ি-সহ বিভিন্ন কাঠামোর কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে। সে কারণে পুলিশকে লঞ্চের নকশা বাজেয়াপ্ত করতে বলেন তাঁরা। লঞ্চের নকশা অনুমোদন করে ‘ইনল্যান্ড ওয়াটার সার্ভিস’। বুধবার তাদের অফিস থেকে নকশাটি সংগ্রহ করেছেন তদন্তকারীরা। লঞ্চের মালিকের কাছে নকশা চাওয়া হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি তা জমা দেননি বলে জানিয়েছে পুলিশ। ফলে লঞ্চের কাঠামোর আদৌ কোনও পরিবর্তন হয়েছিল কি না, তা জানা যায়নি এখনও। পুলিশ জানিয়েছে, নকশা না দিলেও মালিকের তরফে লঞ্চের ফিটনেস সার্টিফিকেটের কপি জমা দেওয়া হয়েছে। তবে নকশার পরিবর্তন করা হয়ে থাকলে লঞ্চের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন