কুকুরকে পিটিয়ে মারার অভিযোগ

দেবশ্রীর অভিযোগ, “বাঁশ দিয়ে প্রথমে মাথায়, তার পরে পিঠে সজোরে একটা বারি মারা হয়। কুকুরটি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ০২:১০
Share:

বরফের মধ্যে রাখা হয়েছে মৃত কুকুরটির দেহ। —নিজস্ব চিত্র

পথ কুকুরকে নির্মম ভাবে পিটিয়ে মারার অভিযোগ দায়ের হল বাগুইআটি থানায়। ঘটনার প্রত্যক্ষদর্শী দেবশ্রী চক্রবর্তী জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ তিনি বাগুইআটি থেকে পশ্চিম নারায়ণতলার রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে বাসু নামে স্থানীয় এক যুবক একটি কুকুরকে দড়ি বাঁধা অবস্থায় টানতে টানতে পল্লীশ্রীর মাঠে নিয়ে ঢোকেন। এর পরে কুকুরটির হাত-পা এবং গলা শক্ত করে বেঁধে পেটটাতে শুরু করেন বলে অভিযোগ।

Advertisement

দেবশ্রীর অভিযোগ, “বাঁশ দিয়ে প্রথমে মাথায়, তার পরে পিঠে সজোরে একটা বারি মারা হয়। কুকুরটি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।’’ দেবশ্রীর আরও অভিযোগ, তিনি যখন কুকুরটিকে বাঁচাতে মাঠে যান তখন বাসু তাঁকে বলেন, এ ভাবেই তিনি এলাকার বাকি কুকুরদের মারবেন। কেউ কিছু করতে পারবেন না। এই পরিস্থিতিতে স্থানীয় পশুপ্রেমী অরূপকান্তি ঘোষের সহায়তায় জখম কুকুরটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার কুকুরটির মৃত্যু হয়েছে। আজ, শনিবার তার দেহের ময়না-তদন্ত হ‌ওয়ার কথা।

দেবশ্রী-সহ এলাকার বাকি পশুপ্রেমীদের বক্তব্য, ব্যক্তিগত আক্রোশ থেকে এ কাজ করেছেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ‌অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement