আর জি করের নার্সিং হস্টেলে রক্তাক্ত পড়ুয়া

আর জি কর হাসপাতালের নার্স হস্টেলে এক নবাগত পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০৩:৩১
Share:

আর জি কর হাসপাতালের নার্স হস্টেলে এক নবাগত পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Advertisement

পুরুলিয়ার ওই তরুণী এ বছরই নার্সিংয়ের পাঠ নিতে আর জি কর হাসপাতালে ভর্তি হন। কয়েক দিন আগে তিনি বাড়ি গিয়েছিলেন, ফেরেন রবিবার। সহপাঠিনীরা পুলিশকে জানিয়েছেন, ওই তরুণী নার্সিং ট্রেনিং স্কুলের তেতলার
একটি ঘরে থাকেন। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ সহপাঠিনীরাই প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গোটা হস্টেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর যায় থানায়। পুলিশ গিয়ে রক্তাক্ত ছাত্রীটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঠিক কী ঘটেছে, সহপাঠিনীরা তা জানাতে পারেননি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কেন এই চেষ্টা, তা জানতে ছাত্রীটির বয়ানের অপেক্ষায় আছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement