ছাত্রী নিখোঁজ ঘিরে রহস্য

পাড়ার দোকানে জিনিস কিনতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কামারহাটির এক নবম শ্রেণির ছাত্রী। এক মাস হতে চললেও এখনও তার কোনও সন্ধান মেলেনি। তবে পুলিশের দাবি ওই ছাত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share:

পাড়ার দোকানে জিনিস কিনতে বেরিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কামারহাটির এক নবম শ্রেণির ছাত্রী। এক মাস হতে চললেও এখনও তার কোনও সন্ধান মেলেনি। তবে পুলিশের দাবি ওই ছাত্রীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

পুলিশ জানায়, কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সব্জিবাগানের বাসিন্দা ধর্মেন্দ্র ভগতের একমাত্র মেয়ে সোনি (১৭) আগরপাড়ার এক হিন্দি মাধ্যম স্কুলের ছাত্রী। ৯ অগস্ট সকালে সে কিছু জিনিস কিনতে বেরোয়। এর পর থেকেই আর কোনও খোঁজ মেলেনি তাঁর। ওই দিনই থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। পুলিশ সোনির ডায়েরি থেকে একটি ফোন নম্বর পেলেও সেটিও সুইচ অফ বলে জানিয়েছে। তবে সোনি নিজে কোনও মোবাইল ব্যবহার করতো না বলেই পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল নম্বরটি কার তা জানার চেষ্টা চলছে। তাকে অপহরণ করা হয়েছে না কি সে নিজেই কোথাও চলে গিয়েছে তাও দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement