শনিবার বেলেঘাটায় জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
পশ্চিমবঙ্গ জাতীয় আইনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মলকান্তি চক্রবর্তীর পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি-সহ একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। অবিলম্বে তাঁর নিঃশর্ত পদত্যাগের দাবিতে শনিবার সকাল থেকে বেলেঘাটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের জেনারেল কাউন্সিলের বৈঠক ছিল। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও রাজ্যের আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁদের সামনেও বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
বিশ্ববিদ্যালয়ের ওই উপাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক। অভিযোগকারী মহিলার বক্তব্য, ২০২৩ সালের এপ্রিলে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় সেই মামলা। তবে অভিযোগ দায়ের হতে দেরি হওয়ার কারণে সম্প্রতি উপাচার্যের বিরুদ্ধে সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। যদিও শীর্ষ আদালতের নির্দেশ ছিল, যৌন হেনস্থার ওই মামলার রায় উপাচার্যের বায়োডেটায় উল্লেখ থাকতে হবে। নির্দেশনামায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যে অন্যায়ের অভিযোগ উঠেছে, প্রযুক্তিগত কারণে সেটির তদন্ত করা যাবে না। তবে সেটি ভুলে যাওয়া উচিত নয়।
এ বার সেই উপাচার্যের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। উপাচার্যের ঘরের সামনে ‘ভিসি গেট আউট’ পোস্টার সাঁটিয়ে দেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যার পরেও সেই বিক্ষোভ অব্যাহত থাকে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের কথাও তুলে ধরছেন পড়ুয়ারা। যদিও তাঁদের দাবি, এটি কোনও একটি ঘটনার বিচ্ছিন্ন প্রতিবাদ নয়। বরং দীর্ঘ দিন ধরে চলে আসা পড়ুয়াদের হতাশার বহিঃপ্রকাশ বলেই এটিকে ব্যাখ্যা করছেন তাঁরা। এক বিবৃতিতে পড়ুয়াদের দাবি, “বিশ্ববিদ্যালয় তাঁদের সততা, সাম্য, ন্যায় এবং মূল্যবোধের কথা শেখায়। কিন্তু প্রথমে বিশ্ববিদ্যালয়ের অন্দরে তা কার্যকর করতে হবে।”