আট মাস বাদে মায়ের কোলে শিশু

প্রায় আট মাস বাদে মায়ের কোলে ফিরেই কেঁদে উঠল দেড় বছরের শিশুটি। যেন কিছুতেই মায়ের কোলে সে থাকতে চাইছিল না। মায়ের কোল থেকেই বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে সে। মা যখন ওই শিশুটিকে তার বাবার কোলে দেওয়ার চেষ্টা করছেন, তখন আবার বাবার কাছে না গিয়ে মাকেই জড়িয়ে ধরে শিশুটি। এর পরে শান্ত হয় সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০০:৩০
Share:

প্রায় আট মাস বাদে মায়ের কোলে ফিরেই কেঁদে উঠল দেড় বছরের শিশুটি। যেন কিছুতেই মায়ের কোলে সে থাকতে চাইছিল না। মায়ের কোল থেকেই বাবার দিকে তাকিয়ে কাঁদতে থাকে সে। মা যখন ওই শিশুটিকে তার বাবার কোলে দেওয়ার চেষ্টা করছেন, তখন আবার বাবার কাছে না গিয়ে মাকেই জড়িয়ে ধরে শিশুটি। এর পরে শান্ত হয় সে।

Advertisement

শুক্রবার দুপুরে এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি বিধাননগর আদালতে উপস্থিত থাকা অনেকেই।

পারিবারিক হিংসার একটি মামলা চলছিল। গত সেপ্টেম্বর মাস থেকে ওই দেড় বছরের শিশুটির মাকে তাঁর স্বামী-শ্বশুরবাড়ির লোকজন ফেরত নিতে অস্বীকার করেন। বারবার চেষ্টা করেও নিজের শিশুকে কাছে পাওয়া দূর অস্ত্, দেখা পর্যন্ত করতে পারেননি বলে ওই মহিলার অভিযোগ। এর পরে তিনি বিধাননগর আদালতের দ্বারস্থ হন।

Advertisement

বৃহস্পতিবারই ওই মামলায় এক অন্তবর্তী আদেশ দেওয়ার সময়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অপূর্বকুমার ঘোষ আদালতে জানান, মাতৃদুগ্ধ পান করা কোনও শিশুর শ্রেষ্ঠ আশ্রয় তার মা। ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে মায়ের কাছে ফেরানোর নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক এ দিন ওই মহিলা ও তাঁর স্বামী আদালতে হাজির হন। নিয়ে আসা হয় তাঁদের দেড় বছরের শিশুকেও।

আদালতের নির্দেশে নিজের সন্তানকে ফেরত পান ওই মহিলা। তবে তাঁর স্বামীকেও শিশুটির সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।

সেই মহিলার আইনজীবী সংযুক্তা সেন জানান, ঘটনাটি সল্টলেক দক্ষিণ থানা এলাকার। দীর্ঘ দিন ধরে শ্বশুরবাড়ির সঙ্গে অশান্তি চলছিল ওই মহিলার। গত বছর অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই অবস্থাতেই তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে বারবার চেষ্টা করেও শ্বশুরবাড়িতে ফিরতে পারেননি ওই মহিলা। নিজের দেড় বছরের শিশুকে এক বার দেখতেও পাননি।

এর পরে আদালতের দ্বারস্থ হন মহিলা। পারিবারিক হিংসার অভিযোগ এনে নিজের শিশুকে ফেরত চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement