ফের মেট্রোর লাইনে পড়ে মৃত্যু এবং তার জেরে বন্ধ পরিষেবা। বুধবার সকাল সওয়া এগারোটা নাগাদ দমদমমুখী একটি ট্রেন শোভাবাজার স্টেশনে ঢোকার সময়ে বছর চল্লিশের এক ব্যক্তি ট্রেনের সামনে ‘ঝাঁপ’ দেন। মাত্র কয়েকটি কামরা প্ল্যাটফর্মে ঢোকার পরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। দেহটি সরানোর পরে প্ল্যাটফর্মে আনা হয় ট্রেনটিকে। এর জেরে প্রায় এক ঘণ্টা মেট্রো চলাচল ব্যাহত হয়। মেট্রো সূত্রের খবর, তখন ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ১২টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। পুলিশ জানায়, মৃতের পরিচয় জানা যায়নি।