ফের মেট্রোয় ‘ঝাঁপ’, মৃত্যু

প্ল্যাটফর্মের টিভিতে গানের ভিডিও দেখছিলেন যুবকটি। নিজেও গুনগুন করছিলেন। হঠাৎ দমদমমুখী একটি এসি মেট্রো ঢুকতেই দৌড়ে গিয়ে লাইনে ঝাঁপ দেন তিনি। রবিবার বিকেল তিনটে আটত্রিশ নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিক রায় (৩২)। তাঁর বাড়ি কসবায়। মেট্রো সূত্রে খবর, মেট্রোটি গতিতে ঢুকছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০২:০২
Share:

প্ল্যাটফর্মের টিভিতে গানের ভিডিও দেখছিলেন যুবকটি। নিজেও গুনগুন করছিলেন। হঠাৎ দমদমমুখী একটি এসি মেট্রো ঢুকতেই দৌড়ে গিয়ে লাইনে ঝাঁপ দেন তিনি। রবিবার বিকেল তিনটে আটত্রিশ নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিক রায় (৩২)। তাঁর বাড়ি কসবায়। মেট্রো সূত্রে খবর, মেট্রোটি গতিতে ঢুকছিল। তাই ঘটনাটি দেখেও চালক ট্রেন থামাতে থামাতে অনেকটা এগিয়ে যান। ফলে অনেকগুলি কামরা সৌমিকের দেহের উপর দিয়ে চলে যায়। মেট্রো পুলিশ ও মেট্রোকর্মীরা অনেক চেষ্টা করে অবশেষে দেহটি বার করে আনেন। কিন্তু ততক্ষণে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র।

Advertisement

মেট্রো সূত্রে খবর, এই ঘটনার জেরে এ দিন বিকেল ৩-৩৮ থেকে ৪-২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। ওই সময়ে মেট্রো চলেছে মহানায়ক উত্তমকুমার থেকে নোয়াপাড়া পর্যন্ত। দেহটি উদ্ধারের পরে ফের টানা মেট্রো চলাচল শুরু হয়। এ পর্যন্ত মেট্রোতে মোট ২৮৩ জন ঝাঁপ দিলেন। তার মধ্যে প্রায় অর্ধেক জনের মৃত্যু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন