মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ও পুলিশের ধরপাকড়— এর জেরে রাজারহাট-নিউ টাউনে কিছুটা কমেছে সিন্ডিকেট দৌরাত্ম্য। কিন্তু পুরো বন্ধ যে হয়নি, তা ফের প্রমাণিত হল বুধবার সল্টলেকের একটি ঘটনায়।
পুলিশ জানায়, সল্টলেকের ৪০ নম্বর ওয়ার্ডে সি ই ব্লকে এক নির্মীয়মাণ অফিসে বালি সরবরাহের দায়িত্ব পেয়েছিল ইমারতি দ্রব্য সরবরাহকারী একটি গোষ্ঠী। অভিযোগ, এ দিন সেখানে বালি নামাতে না নামাতেই কয়েক জন যুবক সরবরাহকারীদের হুমকি দিয়ে বলে, কাজ করতে গেলে আগে কয়েক হাজার টাকা দিতে হবে। শুরু হয় দু’পক্ষে বচসা। অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তদের অনুগামীদের দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে। স্থানীয়েরা জানান, অভিযোগে যাদের নাম আছে, একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে তাঁদের বহু বার দেখা গিয়েছে। যাঁরা বালি সরবরাহ করতে এসেছিলেন, তাঁরাও ওই রাজনৈতিক দলেরই কর্মী বলে পরিচিত। কাউন্সিলর তুলসী সিংহরায় বলেন, ‘‘সিন্ডিকেট নিয়ে দলের নির্দেশ সকলকেই মানতে হবে।’’