বেঙ্গালুরুর তাজের ম্যানেজারের দেহ মিলল দমদমের রাস্তায়

জেসপের কারখানার ৯ নম্বর গেটের বাইরে পাওয়া গেল বেঙ্গালুরুর এক হোটেল ম্যানেজারের দেহ। মৃত ম্যানেজারের নাম দেবব্রত সিংহ। সোমবার রাতে একটি গাড়ির মধ্যে পাওয়া যায় দেবব্রতবাবুর দেহটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ম্যানেজারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ১৩:৩২
Share:

এউ গাড়িতেই উদ্ধার হয় ম্যানেজারের দেহ। শৌভিক দে-র তোলা ছবি।

জেসপের কারখানার ৯ নম্বর গেটের বাইরে পাওয়া গেল বেঙ্গালুরুর এক হোটেল ম্যানেজারের দেহ। মৃত ম্যানেজারের নাম দেবব্রত সিংহ। সোমবার রাতে একটি গাড়ির মধ্যে পাওয়া যায় দেবব্রতবাবুর দেহটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ম্যানেজারকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, আদতে দমদমের রামকৃষ্ণপল্লীর বাসিন্দা দেবব্রতবাবু কর্মসূত্রে মাস ছয়েক ধরে বেঙ্গালুরুতে থাকতেন। তিনি বেঙ্গালুরুর তাজ হোটেলে ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। দিন কয়েক আগেই তিনি কলকাতায় আসেন। সোমবার রাতে দমদমের জেসপের কারখানার গেটের বাইরে একটি গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। খুনে জড়িত সন্দেহ ওই ম্যানেজারের গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement