৪-জি পরিষেবা দেবে টাটাও

রিলায়্যান্সের পরে টাটা। শহরে ফোর-জি টেলিকম পরিষেবা দিতে আরও একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল কলকাতা পুরসভা। সোমবার টাটা কমিউনিকেশনের পক্ষে জেনারেল ম্যানেজার (নেটওয়ার্ক) প্রচি আরন এবং পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল চুক্তিতে স্বাক্ষর করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৩০
Share:

রিলায়্যান্সের পরে টাটা। শহরে ফোর-জি টেলিকম পরিষেবা দিতে আরও একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল কলকাতা পুরসভা। সোমবার টাটা কমিউনিকেশনের পক্ষে জেনারেল ম্যানেজার (নেটওয়ার্ক) প্রচি আরন এবং পুরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল চুক্তিতে স্বাক্ষর করেন। ছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। মেয়র জানান, এর আগে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সংস্থা শহরে ফোর জি পরিষেবা দেওয়া নিয়ে পুরসভার সঙ্গে চুক্তি করেছে। টাটা কমিউনিকেশনও সবিস্তার প্রকল্প খরচ জানিয়ে রিপোর্ট দেবে। তার পরেই পুর প্রশাসন তাদের প্রয়োজনীয় অনুমতি দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement