মার্চেই শুরু টি চিয়ার্স

ডুয়ার্সের জঙ্গল, দার্জিলিং পাহাড় আর ‘দু’টি পাতা একটি কুঁড়ি’। রাজ্য সরকার এ ভাবেই উত্তরবঙ্গের প্রকৃতির সঙ্গে জুড়ে দিচ্ছে তাদের নতুন চা পর্যটনকে।

Advertisement

কৌশিক চৌধুরী

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০২:২৯
Share:

ডুয়ার্সের জঙ্গল, দার্জিলিং পাহাড় আর ‘দু’টি পাতা একটি কুঁড়ি’। রাজ্য সরকার এ ভাবেই উত্তরবঙ্গের প্রকৃতির সঙ্গে জুড়ে দিচ্ছে তাদের নতুন চা পর্যটনকে।

Advertisement

বঙ্গদর্শন প্রকল্পের আওতায় রাজ্য পর্যটন উন্নয়ন নিগম চালু করছে চা বাগান নিয়ে এই নিজস্ব প্যাকেজ। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, উত্তরবঙ্গের চা বাগান, জঙ্গল ও পাহাড় নিয়ে তৈরি হচ্ছে ‘টি চিয়ার্স’ প্যাকেজ। জানা গিয়েছে, কলকাতা থেকে বাসে এই ট্যুর করানো হবে। এ জন্য পাঁচটি ভলভো বাস কেনা হয়েছে। মন্ত্রী বলেন, ‘‘নিগমের আয় বাড়াতে নানা পরিকল্পনা হয়েছে। বাসে প্যাকেজ ট্যুর এর অন্যতম।’’

পর্যটন নিগমের অফিসারেরা জানিয়েছেন, এত দিন ধরে পর্যটন উন্নয়ন নিগমের মাধ্যমে শুধু লজ বা অতিথিনিবাস তৈরি করে চালানো হচ্ছিল। দ্বিতীয়বার ক্ষমতায় এসে নিগমের কাজকর্মের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
তারই মধ্যে প্যাকেজ ট্যুরের পরিকল্পনা অন্যতম।

Advertisement

নিজেদের অতিথি নিবাস রয়েছে, এমন এলাকায় যুক্ত করা হয় পর্যটকদের আকর্ষণকে। দিনভর গো ফিশিং, সুন্দরবন, বিষ্ণপুর, ঝাড়গ্রাম বা কলকাতা নিয়েও প্যাকেজ হয়েছে। বেসরকারি সংস্থাগুলি যে ভাবে বাসে ট্যুর করিয়ে থাকে, এ বার সেই পথেই হাঁটছে নিগম।

দফতর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে নিগম বছরে ৩-৪ কোটি টাকার বেশি লাভের মুখ দেখেনি। এ বার মার্চের শেষে ১০ কোটি ছাড়াবে বলেই অফিসারদের আশা। তাই মার্চের শেষেই ‘টি চিয়ার্স’ চালু হচ্ছে।

জঙ্গল ও পাহাড়ে দু’টি আলাদা ট্যুর থাকছে। ডুয়ার্সের ক্ষেত্রে জলদাপাড়া, গরুমারা, চাপড়ামারি সাফারি। সঙ্গে সামসিংয়ে চা বাগান ঘোরা। পাহাড়ের ক্ষেত্রে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ঘোরার সঙ্গে বিখ্যাত মকাইবাড়ি চা বাগানে যাবেন পর্যটকেরা। নিগমের এমডি চিন্না মুরুগণ জানান, দু’ক্ষেত্রেই পর্যটকেরা পাহাড় ও ডুয়ার্সের নিগমের অতিথি নিবাসে থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন