উড়ালপুল-কাণ্ডে জামিন

বিবেকানন্দ উড়ালপুল নির্মাণকারী সংস্থা ‘আইভিআরসিএল’-এর দশ আধিকারিককে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার নগর দায়রা আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪৮
Share:

বিবেকানন্দ উড়ালপুল নির্মাণকারী সংস্থা ‘আইভিআরসিএল’-এর দশ আধিকারিককে বৃহস্পতিবার জামিন দিল কলকাতার নগর দায়রা আদালত। উড়ালপুল তৈরিতে নিম্নমানের মালমশলা ব্যবহার করা এবং তার জেরে অনিচ্ছাকৃত ভাবে মৃত্যু ঘটানোর অভিযোগ দায়ের করা হয়েছিল ওই দশ জনের বিরুদ্ধে। গত জুন মাসে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষ এ দিন ওই দশ জনের জামিনের আবেদন মঞ্জুর করেন।

Advertisement

সরকারি আইনজীবী তমাল মুখোপাধ্যায় জানান, আদালত জামিনের আবেদন মঞ্জুর করে জানিয়েছে, উড়ালপুল নির্মাণ সংস্থার ওই আধিকারিকেরা ২৭০ দিন জেল হেফাজতে রয়েছেন। তাঁদের কাছ থেকে নতুন কোনও তথ্যপ্রমাণ মেলেনি। সেই কারণে তাঁদের জামিন দেওয়া হচ্ছে।

তদন্তকারীদের একাংশের অভিযোগ, সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা না করায়, অভিযুক্তেরা জামিন পেয়েছেন। কিন্তু তমালবাবুর দাবি, ‘রাইটস’ ও ‘ন্যাশনাল টেস্ট হাউস’-এর রিপোর্ট আদালতে দেখিয়ে তিনি জামিনের বিরোধিতা করেন। তিনি সওয়ালে জানান, উড়ালপুল নির্মাণ করতে গিয়ে যে নিম্ন মানের মালমশলা ব্যবহার করা হচ্ছে, অভিযুক্তেরা তা জানতেন। উড়ালপুল তৈরিতে ব্যবহৃত ইস্পাত যে নিম্ন মানের ছিল, তা ব্যাবহারের আগেই পরীক্ষায় ধরা পড়েছিল। তা সত্ত্বেও সেই ইস্পাত দিয়েই তৈরি হয়েছিল উড়ালপুল। আদালত অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করুক।

Advertisement

গত ৩১ মার্চ বিবেকানন্দ উড়ালপুল ভেঙে ২৬ জনের মৃত্যু হয়। তদন্তে নেমে কলকাতা পুলিশের তদন্তকারী দল নির্মাণকারী সংস্থার (আইভিআরসিএল) চার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় ওই সংস্থার আরও ছ’জনকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন