Agitation in Salt Lake

টেট উত্তীর্ণদের জমায়েত, বাম ছাত্র সংগঠনের বিকাশ ভবন অভিযান! দফায় দফায় বিক্ষোভে তপ্ত সল্টলেক

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই একই ছবি দেখা যায় এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানেও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৮:১৮
Share:

এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সল্টলেকে। ছবি: সংগৃহীত।

চাকরির দাবিতে আবার পথে নামলেন ২০২২ সালের প্রাথমিক নিয়োগ পরীক্ষায় (টেট) উত্তীর্ণেরা। মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীতে তাঁদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অন্য দিকে, বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের ‘বিকাশ ভবন অভিযান’-এও উত্তেজনা ছড়ায়। বিকাশ ভবন পৌঁছোনোর আগেই তাদের আটকে দেয় পুলিশ।

Advertisement

মঙ্গলবার সকালে করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা। তার পর সেখান থেকে মিছিল এগোনোর কথা ছিল। তাঁদের প্রশ্ন, তিন বছর কেটে গিয়েছে, এখনও কেন নিয়োগ হয়নি? কেন ইন্টারভিউয়ের নোটিস এখনও দিতে পারল না রাজ্য সরকার? অবিলম্বে ইন্টারভিউয়ের নোটিস প্রকাশের দাবিতে মিছিল ছিল টেট উত্তীর্ণদের একাংশের।

করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। বাধা টপকে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে প্রিজ়ন ভ্যান এবং বাসে তোলে। একই ছবি দেখা যায় এসএফআইয়ের বিকাশ ভবন অভিযানেও। তাদের দাবি, এখনও কেন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করা গেল না? কেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করতে পারল না রাজ্য সরকার? সেই সব প্রশ্ন নিয়ে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল এসএফআই সমর্থকদের। কিন্তু মিছিল মাঝপথেই আটকে দেয় পুলিশ। বেশ কয়েক জনকে আটক করা হয়।

Advertisement

এ ছাড়াও, ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর সদস্যেরা মঙ্গলবার সল্টলেকে স্বাস্থ্য ভবনে যান। এমবিবিএসে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়ার প্রতিবাদে স্মারকলিপি জমা দেন তাঁরা। সেই দলে থাকা এআইডিএসও-এর সদস্য সৌম্যদীপ রায়ের কথায়, ‘‘যাঁরা এমবিবিএসে ভর্তির জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement