Coronavirus

করোনা ঠেকাতে এগিয়ে এল ক্লাব

রেলপুকুর এলাকার বাসিন্দাদের সুস্থ রাখতে তাদের এই প্রচেষ্টা বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির সময়েও ওই ক্লাবের সদস্যেরা একই ভাবে পথে নেমেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ০৬:৩০
Share:

প্রতীকী ছবি

কোভিড সংক্রমণ ঠেকাতে বিধাননগর পুর এলাকায় পুলিশ, পুরকর্মী ও স্বাস্থ্যকর্মীরা মিলে লড়ে যাচ্ছেন। এ বার সেই লড়াইয়ে যোগ দিতে এগিয়ে এল একটি ক্লাব। রবিবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে জীবাণুমুক্ত করতে এগিয়ে এলেন স্থানীয় সেই ক্লাবের সদস্যেরা। এ কাজে তাঁদের সহযোগিতা করেছে ওয়ার্ড কমিটি।

Advertisement

রেলপুকুর এলাকার বাসিন্দাদের সুস্থ রাখতে তাদের এই প্রচেষ্টা বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির সময়েও ওই ক্লাবের সদস্যেরা একই ভাবে পথে নেমেছিলেন। এ বারেও এলাকা পরিচ্ছন্ন করতে, জীবাণুমুক্ত করতে এবং বাসিন্দাদের সুস্থ রাখতে কাজ শুরু করলেন তাঁরা। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাগুইআটি রেলপুকুর এলাকার ওই ক্লাবের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে বিধাননগর পুরসভা ও স্থানীয় বাসিন্দারা। পুরকর্তাদের কথায়, ‘‘প্রশাসনের কর্মীরা করোনা সংক্রমণ ঠেকাতে কাজ করে চলেছেন। স্থানীয় ক্লাবগুলির এগিয়ে এলে কাজে আরও গতি বাড়বে।’’ বাসিন্দাদের মতে, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে এলাকার যুবসমাজ বা ক্লাবের সদস্যদের এগিয়ে আসতে দেখলে বাসিন্দারাও উদ্বুদ্ধ হবেন। কারও বাড়িতে কেউ করোনা আক্রান্ত হলে দিশেহারা অবস্থা হয় সদস্যদের, সেই সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারাও। এই সময়ে স্থানীয় ক্লাবের সামনে থাকা জরুরি।

Advertisement

স্থানীয় কাউন্সিলর প্রণয় রায় জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে নিজে থেকেই এগিয়ে এসেছে একটি ক্লাব। তাদের নিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখা, জীবাণুমুক্ত করা, সচেতনতার প্রচার নিয়ে আলোচনা করা হবে। পুরসভাও সহযোগিতা করবে। তাঁর কথায়, “আমার ওয়ার্ডে একাধিক ক্লাব রয়েছে। তারা এবং প্রতিটি ওয়ার্ডের ক্লাবগুলিও এগিয়ে এলে করোনার লড়াই জোরদার হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন