Kolkata Book fair

Kolkata Book Fair: মনকে জানা এবং বোঝার বই এ বার কলকাতা বইমেলায়

‘ডিপ্রেশন’-কে এখনও অনেকে সে ভাবে গুরুত্ব দিতে চান না। কিন্তু জীবনের মানসিক আঘাতের ফলাফল হতে পারে চরম এবং গুরুতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৯:১১
Share:

কলকাতা বইমেলায় স্মরণিকা ত্রিপাঠীর বই প্রকাশ অনুষ্ঠান। ফাইল চিত্র।

৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বৃহস্পতিবার প্রকাশিত হল মনকে জানা এবং বোঝার বই। মানসিক স্বাস্থ্য বিষয়ক এই বইয়ের প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতিথেয়তা-উদ্যোগী এবং একটি বাংলা ব্যান্ডের কি-বোর্ড শিল্পী দেবাদিত্য চৌধুরী, অভিনেতা দীপাঞ্জন বসাক প্রমুখ।

Advertisement

বয়স, অভিজ্ঞতা, অর্থনৈতিক অবস্থান যাই হোক না কেন, মনের অসুখ হতে পারে যে কারও। ‘অবসাদ’-কে এখনও অনেকে সে ভাবে গুরুত্ব দিতে চান না। কিন্তু জীবনের মানসিক আঘাতের ফলাফল হতে পারে চরম এবং গুরুতর। ‘কেউ আমাকে বুঝছে না’— এই মানসিক অবস্থা এবং সঙ্কট থেকে বেরিয়ে আসতে নিজেই নিজেকে সাহস ও উদ্দীপনা যোগাবে এই বই। এমনই দাবি বইটির লেখক স্মরণিকা ত্রিপাঠীর।

লেখক তাঁর পেশাগত জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বইটি লিখেছেন। ব্যক্তিজীবনের টানাপড়েন ও গত দু’বছর করোনা অতিমারিতে মানুষের মানসিক অবস্থার প্রেক্ষিত তুলে ধরা হয়েছে বইটিতে। বইটিতে দু’টি চরিত্র রয়েছে। সেই দুই চরিত্র মানবমনের দুই সত্তার আধারে তৈরি। যাদের একজন নিয়ত প্রশ্ন করে চলে। অপরজন তাকে সাহস ও উৎসাহ যোগায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন