ছেলের সঙ্কটে বিষ পান বাবার

ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল তিন বছরের নীল। বি সি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন সেই ছেলের অবস্থার অবনতি দেখে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তার বাবা পাপান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:১৬
Share:

ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছিল তিন বছরের নীল। বি সি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন সেই ছেলের অবস্থার অবনতি দেখে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তার বাবা পাপান বন্দ্যোপাধ্যায়। চিকিৎসক ও পুলিশের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থা থেকে বাবাকে ফেরানো গেলেও ভাল নেই নীল।

Advertisement

পুলিশ জানায়, শনিবার গরফার ঝিল রোডের আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে জখম হয় নীল। আবাসনের নীচে একটি দোকানের কর্মী ভারী কিছু পড়ার আওয়াজ শুনে গিয়ে দেখেন, নীল রক্তাক্ত অবস্থায় পড়ে। তাকে প্রথমে যাদবপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে বি সি রায় শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, পাপানবাবুকে এনআরএসে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ‘রেফার’ করা হয়। সেখানে শয্যা খালি না থাকায় পাঠানো হয় মেডিক্যাল কলেজে। সেখানে পুলিশ এবং চিকিৎসকদের তৎপরতায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে দ্রুত একটি শয্যার ব্যবস্থা হয়। সেখানেই চিকিৎসার পরে বৃহস্পতিবার তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা। বি সি রায় হাসপাতাল সূত্রের খবর, নীল এখনও ভেন্টিলেশনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন