Online Classes

অনলাইন ক্লাসের ফাঁকে বাড়ছে পর্নোগ্রাফি সাইট দেখার ঝোঁক

ইন্টারনেটের মাধ্যমে অচেনা কারও সঙ্গে তারা যাতে কথা না বলে, সেটা বোঝাতে হবে। কেউ কিছু লুকোতে চাইছে বুঝতে পারলেই সচেতন হওয়া দরকার। বয়ঃসন্ধির ছেলেমেয়েদের খোলাখুলি বোঝাতে হবে সাইবার অপরাধের বিষয়গুলি।

Advertisement

রূপকিনী সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ০৬:৩৮
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

অনলাইনে ক্লাসের বিরতিতেই কিছু পর্নোগ্রাফিক ওয়েবসাইট খুঁজে বার করেছিল বছর চোদ্দোর ঋক। সে তাতে আসক্ত হয়ে যাওয়ার পরে মা-বাবা বিষয়টি বুঝতে পারেন। ছেলের আসক্তি কাটাতে অবশেষে মনোবিদের দ্বারস্থ হন তাঁরা।

Advertisement

অনলাইনে আচমকাই এক জনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল দশ বছরের তিয়াসার। নিজেকে যুবক বলে পরিচয় দিয়ে যখন পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি তাকে যৌন ইঙ্গিত দিতে শুরু করে, তখন সচেতন হন শিশুটির মা-বাবা।

উপরের চরিত্র দু’টি কাল্পনিক হলেও, ঘটনাগুলি পুরোপুরি বাস্তব। ইন্টারনেটের সুবিধা থাকায় করোনাকালে যেমন পঠনপাঠন থেমে থাকেনি, তেমনই মুদ্রার অন্য পিঠে শিক্ষার মাধ্যম হিসেবে ইন্টারনেটের অপরিহার্যতা ডেকে এনেছে কিছু বিপদও। লকডাউনের সময়ে উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে অনলাইনে শিশু-কিশোরদের যৌন হেনস্থার শিকার হওয়ার ঘটনা।

Advertisement

সম্প্রতি এই বিষয়ে দিল্লি সরকার সেখানকার স্কুলের কর্তৃপক্ষদের সতর্ক করেছেন। সচেতন করা হয়েছে অভিভাবকদেরও। কলকাতার অনেক স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও মনে করছেন, যে হেতু এখনও অধিকাংশ ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করছে, তাই ক্লাসের বিরতিতে তারা ইন্টারনেটের মাধ্যমে অন্য কিছুর প্রতি আসক্ত হয়ে পড়ছে কি না সেই নজরদারির দায়িত্ব মা-বাবাদেরই নিতে হবে।

হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা সাপ্রু বলেন, “পড়ুয়ারা যে মোবাইল ফোন অথবা কম্পিউটারের সাহায্যে অনলাইনে ক্লাস করছে, সেটা অভিভাবকেরাই তাদের দিচ্ছেন। ওই যন্ত্রে যথাযথ চাইল্ড লক বা নজরদারির পদ্ধতি রাখা উচিত।” মহাদেবী বিড়লা স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা সাহার কথায়, “আমরা স্কুলের তরফে সচেতনতা প্রসারের সব রকম চেষ্টা করি। বিভিন্ন ক্লাসের সময়সূচি এবং ক্লাস শেষ হওয়ার পরে তার রিপোর্ট অভিভাবকদের পাঠানো হয়। যাতে অন্য কোনও সময়ে তাঁদের ছেলেমেয়েরা ক্লাস করার অজুহাত দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে
না পারে।’’

শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনও। সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহারের বার্তা দিয়ে ‘নেটে থাকব, কিন্তু জালে পড়ব না’— এই শিরোনামে একটি ভিডিয়ো-প্রচার করেছে তারা। “খুব বেশি অভিযোগ জমা না পড়লেও এমন কিছু কিছু ঘটনা ঘটছে। এই বিষয়ে শিশুদের সচেতন করতে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ করছি’’, বলছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।

অনলাইনে যৌন হেনস্থার মতো ঘটনা প্রভাব ফেলে শিশুদের মনে। বহু ক্ষেত্রে সেই ঘটনার কথা জানাতে সঙ্কোচবোধ করে তারা। সে কারণে নিয়মিত ভাবে মনোবিদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করেছে হেরিটেজ স্কুল। বিশেষজ্ঞেরা এসে সাইবার অপরাধ সম্পর্কে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন প্রধান শিক্ষিকা সীমাদেবী। অঞ্জনাদেবীও বলেন, “আমরা নিয়মিত সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা বিষয়ে পড়ুয়াদের সচেতন করে থাকি। মনোবিদদের সঙ্গেও ছাত্রছাত্রীদের আলোচনার ব্যবস্থা করা হয়।’’

কী বলছেন অভিভাবকেরা? পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার মা পৃথা পাল বললেন, “যে হেতু আমি এবং আমার স্বামী কাজে বেরিয়ে যাই, তাই অনেকটা সময় মেয়ে একা থাকে। খেয়াল করেছি, ও ক্লাসের মাঝে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু ওয়েবসাইট খুলে ফেলছে, যেগুলি ওর দেখার কথা নয়। আমরা মেয়েকে ওর মতো করে এর বিপদ সম্পর্কে বুঝিয়েছি। কখনও কখনও ওর ভালর জন্যই আমাদের কঠোর
হতে হয়েছে।’’

সন্তানের সঙ্গে খোলাখুলি আলোচনায় বিশ্বাসী নবম শ্রেণির আর এক পড়ুয়ার মা লোপামুদ্রা মুখোপাধ্যায়। তিনি বলেন, “এখন তো বাচ্চাদের ইন্টারনেট থেকে দূরে রাখার কোনও উপায় নেই। তাই ওদের সচেতন করার দায়িত্বও আমাদের। বাড়িতে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে শিশুরা যে কোনও সমস্যার কথা মা-বাবাকে জানাতে পারে।’’

এই ভাবনার সঙ্গে সহমত মনোরোগ চিকিৎসকেরাও। মনোরোগ চিকিৎসক রিমা মুখোপাধ্যায় বলেন, ‘‘লকডাউনের মধ্যে আমি এমন বহু ঘটনার কথা শুনেছি, যেখানে বাচ্চারা সাইবার যৌনতার মতো অপরাধের শিকার হয়েছে। তা থেকে আত্মহত্যার ঘটনাও ঘটেছে। ছোট বাচ্চাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মা-বাবাদের নজর রাখতে হবে।’’ তাঁর মতে, ইন্টারনেটের মাধ্যমে অচেনা কারও সঙ্গে তারা যাতে কথা না বলে, সেটা বোঝাতে
হবে। কেউ কিছু লুকোতে চাইছে বুঝতে পারলেই সচেতন হওয়া দরকার। বয়ঃসন্ধির ছেলেমেয়েদের খোলাখুলি বোঝাতে হবে সাইবার অপরাধের বিষয়গুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন