Kasba Incident

‘কঠিন সময়ে মেয়ে হারেনি’

গত জুন মাসের ২৫ তারিখ দক্ষিণ কলকাতা আইন কলেজে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মেয়েটির মানসিক স্থিতি নষ্ট করে দিয়েছিল অনেকটাই। সব বাধা অতিক্রম করে ওই তরুণী বুধবার আইনের প্রথম সিমেস্টারেরপরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন মেয়েটির বাবা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ০৭:০৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভালই। কিন্তু সেই প্রস্তুতির মধ্যে গত জুন মাসের ২৫ তারিখ দক্ষিণ কলকাতা আইন কলেজে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা মেয়েটির মানসিক স্থিতি নষ্ট করে দিয়েছিল অনেকটাই। সব বাধা অতিক্রম করে ওই তরুণী বুধবার আইনের প্রথম সিমেস্টারের পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন মেয়েটির বাবা।

এ দিন মেয়ে পরীক্ষা দিতে যাওয়ায় তরুণীর পরিবারও অনেকটা স্বস্তিতে। তাঁর বাবা বলেন, ‘‘যে পরিস্থিতির মধ্যে দিয়ে ও যাচ্ছে, তাতে পরীক্ষা দেওয়া মোটেও সহজ ছিল না। ওর নিজেরও যেমন মনের জোর রয়েছে, তেমন আমরাও ওর মানসিক জোর বাড়াতে সব সময়ে উৎসাহ দিয়েছি। মেয়েকে বলেছিলাম পরীক্ষায় তোমাকে বসতেই হবে। কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসার মতো মানসিকতা ছিল না। মঙ্গলবার অ্যাডমিট কার্ড পৌঁছে দিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার নির্দিষ্ট সময়ে গিয়ে মেয়ে পরীক্ষা দিয়েছে।’’

ওই তরুণীর বাবা বলেন, ‘‘আমি নিজেও প্রাথমিক স্কুলের শিক্ষক। বাড়িতে পড়াশোনার পরিবেশ। মেয়েকেও সব সময়ে বলি তোকে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে।’’

কিন্তু এ সবের মধ্যে গত ২৫ জুনের ঘটনাটি তাঁদের পরিবারে বিপর্যয় ডেকে এনেছিল। তরুণীর বাবা বলেন, ‘‘খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। ওর প্রথম সিমেস্টারের জন্য তো প্রস্তুতি ভালই নিয়েছিল। ঘটনার পরে মানসিক বিপর্যয়ের মধ্যেই ফের বই নিয়ে বসেছে। কিন্তু কতটা মাথায় রাখতে পেরেছে তা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। তবে ও হাল ছাড়ার মেয়ে নয়। আমরা জানি ও ঘুরে দাঁড়াবেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন