অষ্টমীর সন্ধ্যায় ‘প্যান্ডেল হপিং’। —ফাইল চিত্র।
ষষ্ঠী এবং সপ্তমীতে বৃষ্টি-অসুরের দেখা না মিললেও, রেহাই পেল না অষ্টমী। মঙ্গলবার একটু বেলা গড়াতেই ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তবে সন্ধ্যায় বা রাতে সেই ভাবে বৃষ্টির সম্ভাবনা শহরে নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে ‘সাবধানবাণী’ও দিয়ে রেখেছে তারা। সারা রাত যাঁরা ঘুরে ঘুরে ঠাকুর দেখার পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য এই বার্তা। হাওয়া অফিস জানিয়েছে, ভোরের দিকে সাবধান!
মঙ্গলবার সকালের দিকে মোটামুটি রোদ ঝলমলেই ছিল আবহাওয়া। কিন্তু বেলা গড়াতেই আকাশে গুমোট ভাব দেখা যায়। দুপুরের দিকে শহরে বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। তাতেই আশঙ্কা তৈরি হয়, রাতে অষ্টমীর ঠাকুর দেখা মাটি করবে না তো বৃষ্টি? কিন্তু বিকেলের দিকে আবহবিদেরা নিশ্চিত করেছেন, সন্ধ্যায় বা রাতে শহরে বৃষ্টির সম্ভাবনা কম। ফলে নিশ্চিন্তে ঠাকুর দেখতে বেরোনো যাবে। সঙ্গে ছাতা না থাকলেও, ভয় পাওয়ার কিছু নেই। ‘প্যান্ডেল হপিং’য়ে বেরিয়ে কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হবে, এ রকম সম্ভাবনা নেই বললেই চলে।
তবে এই পূর্বাভাস শুধু তাঁদেরই জন্য, যাঁরা সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরিয়ে মধ্যরাতের মধ্যে ঘরে ঢুকে যাওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু যাঁদের রাত জেগে ঘোরার পরিকল্পনা রয়েছে, তাঁদের জন্য আলাদা পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। তাঁরা জানিয়েছেন, মধ্যরাতের পর, অর্থাৎ ভোরের দিকে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে, এমন সম্ভাবনাও কম। বৃষ্টি হালকা, ঝিরঝিরে হবে। ফলে দর্শনার্থীদের যে খুব বিপাকে পড়তে হবে, তা নয়। তবে সঙ্গে ছাতা রাখা অবশ্যই জরুরি।
উপগ্রহচিত্র থেকেও একই পূর্বাভাস মিলেছে। তাতেও দেখা গিয়েছে, শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট করে কোনও জায়গা বলা নেই। বৃষ্টি উত্তর দিকে দমদমের আশপাশে হতে পারে। আবার পূর্বে কসবা, দক্ষিণে বেহালা বা মধ্য কলকাতার চাঁদনি চক এলাকাতেও হতে পারে। ফলে অষ্টমীর রাতে ঠাকুর দেখতে উত্তরে যাবেন না কি দক্ষিণে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
তবে নবমী এবং দশমীতে শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হলে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। তার জেরে বুধবার কলকাতায় বৃষ্টি হবে। এ ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আবহবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার কথা উপকূল সংলগ্ন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায়। বাকি প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।