Kidnapped Girl Rescued From Kasba

দমদম স্টেশন থেকে নাবালিকাকে অপহরণের ঘটনায় শিক্ষিকা-সহ তিন জনকে ধরল পুলিশ

গত ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের এক বালিকা। সিঁথি থানায় খবর দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। টানা তল্লাশির পর সোমবার ভোরে কসবা থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১২:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দমদম স্টেশনের কাছ থেকে এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগে কসবা থেকে গ্রেফতার করা হল এক শিক্ষিকা ও তাঁর মেয়ে-সহ তিন জনকে। উদ্ধার করার হল অপহৃত শিশুকন্যাকেও।

Advertisement

ঘটনার সূত্রপাত পাঁচ দিন আগে। গত ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের এক বালিকা। সিঁথি থানায় খবর দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। টানা তল্লাশির পর সোমবার ভোরে কসবা থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক অধ্যাপিকা-সহ তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অরুণিমা চন্দ, তাঁর মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভ চন্দ চৌধুরী। ৫২ বছরের অরুণিমা এক কলেজের সহকারী অধ্যাপিকা। তাঁর মেয়ে অনুষ্কার বয়স ২০। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার দিন ফুটপাত থেকে তিনিই তুলে নিয়ে গিয়েছিলেন ওই নাবালিকাকে।

পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে ফুটপাতবাসী ওই শিশুকন্যাকে অপহরণ করা হয় বলে অভিযোগ মেলে। প্রথমে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে পুলিশ। টানা তল্লাশির পর শেষমেশ সোমবার ভোরে কসবা থেকে তিনজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তবে কী কারণে ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছিল, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement