Drowned to Death

কলকাতায় তিন কিশোরের মৃত্যু, বিকেলে স্নান করতে নেমে পুকুরে তলিয়ে যায় একই পাড়ার বাসিন্দা

বিকেল সাড়ে ৪টে নাগাদ পুকুরে স্নান করতে গিয়েছিল তিন জন। ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে রয়েছে সেই পুকুর। সেখানে নেমে তলিয়ে যায় তিন জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৪ ১৯:২৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গরম থেকে বাঁচতে বিকেল বেলা পুকুরে স্নান করতে নেমেছিল তিন কিশোর। তাতেই বিপত্তি। শুক্রবার জলে তলিয়ে গেল তিন জন। কলকাতার তিলজলার ঘটনা। তিন জনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন কিশোর একই পাড়ার বাসিন্দা। তিলজলার সিএন রায় রোডে থাকত। মৃতদের নাম ইমতিয়াজ় আলি (১৪), হায়দার আলি (১৫), মহম্মদ সাহিল (১৬)। তাদের এক জনের পরিবারের দোকান রয়েছে। বিকেল সাড়ে ৪টে নাগাদ পুকুরে স্নান করতে গিয়েছিল তিন জন। ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে রয়েছে সেই পুকুর। সেখানে নেমে তলিয়ে যায় তিন জন। স্থানীয়েরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা পুকুরে নেমে তিন কিশোরের দেহ উদ্ধার করেন। তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement